For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিনিয়োগকারীদের মাথায় বাড়ি দিয়ে একদিনে ডুবে গেল ২.২৬ লক্ষ কোটি টাকা

শেয়ার বাজারের জন্য আর একটা খারাপ দিন। সেনসেক্স পড়ল ১.৮ শতাংশ। ৬৮৯.৬০ পয়েন্ট নিচে নেমে সেনসেক্স থেমেছে ৩৫, ৭৪২.০৭ পয়েন্টে। ফলে একলপ্তে বিনিয়োগকারী ২.২৬ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

শেয়ার বাজারের জন্য আর একটা খারাপ দিন। সেনসেক্স পড়ল ১.৮ শতাংশ। ৬৮৯.৬০ পয়েন্ট নিচে নেমে সেনসেক্স থেমেছে ৩৫, ৭৪২.০৭ পয়েন্টে। ফলে একলপ্তে বিনিয়োগকারী ২.২৬ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে।

বিনিয়োগকারীদের মাথায় বাড়ি দিয়ে একদিনে ডুবে গেল ২.২৬ লক্ষ কোটি টাকা

একইসঙ্গে নিফটি-ও পড়েছে ১৯৭.৭০ পয়েন্ট। ১.৮১ শতাংশ নিচে নেমে ১০, ৭৫৪ পয়েন্টে থেমেছে নিফটি।

ইক্যুইটি মার্কেটে ধস নামায় বম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত কোম্পানিগুলির ২.২৬ লক্ষ কোটি টাকা উবে গিয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উইপ্রো, আদানি, মারুতি, ইনফোসিস, টিসিএস, এয়ারটেল, এশিয়ান পেইন্টস, বাজাজ অটো, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ওপরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ৬ ডিসেম্বর একধাক্কায় বিনিয়োগকারীদের ২.২৮ লক্ষ কোটি টাকা বাজার থেকে উড়ে যায়। আন্তর্জাতিক বাজারের প্রভাব, টাকার দুর্বল অবস্থান ও দেশীয় বাজারে বিনিয়োগকারীদের অনাস্থা এতে বড় ভূমিকা পালন করেছিল বলে জানা গিয়েছিল।

English summary
Sensex tanks over 689 points, investors lose Rs 2.26 lakh crore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X