For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিসমাস কাটতেই ধপাধপ পড়ল শেয়ার বাজারের সূচক, বছর শেষে ফের আতঙ্কে বিনিয়োগকারীরা

ক্রিসমাসের পরের দিন বাজার খুলতেই অনেকটা নেমে গেল শেয়ার বাজারের স্টক।

  • |
Google Oneindia Bengali News

ক্রিসমাসের পরের দিন বাজার খুলতেই অনেকটা নেমে গেল শেয়ার বাজারের স্টক। সেনসেক্স ৪১০.২৯ পয়েন্ট নেমে যায় একসময়। নিফটি ১২২.২ পয়েন্ট নেমে যায়। সেনসেক্স দাঁড়ায় ৩৫০৫৯.৮৬ পয়েন্টে। আর নিফটি পৌঁছয় ১০৫৪১.৩০ পয়েন্টে। ব্যাঙ্কিং, অটো, এনার্জি, আইটি, ফার্মা সেক্টরে সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে।

ক্রিসমাস কাটতেই ধপাধপ পড়ল শেয়ার বাজারের সূচক, বছর শেষে ফের আতঙ্কে বিনিয়োগকারীরা

ইয়েস ব্যাঙ্ক, সান ফার্মা, ইন্ডিয়া বুলস হাউজিং ফিনান্স, টিসিএস, টাটা মোটরসের শেয়ার সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ইনফোসিসের শেয়ারেও বড় ধাক্কা লেগেছে।

মার্কিন রাজনীতিতে অস্থিরতা, সেদেশে সরকারের কাজ থমকে যাওয়া, দুর্বল এশীয় বাজার সহ নানা কারণে ভারতের শেয়ার বাজারে তার ধাক্কা লেগেছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

এর মধ্যেই অবশ্য ডলারের তুলনায় টাকার দাম বেড়েছে। এখন এক ডলারের মূল্য ৬৯.৮২ টাকা। টাকার দাম বাড়ায় রপ্তানিকারক আইটি ও সান ফার্মা সংস্থাগুলির লভ্যাংশ কমে গিয়েছে।

পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে ব্যারেল প্রতি ৫০ ডলারের মতো হয়ে যাওয়ায় স্পাইস জেট, জেট এয়ারওয়েজের মতো বিমান সংস্থার শেয়ারের দাম বেড়েছে।

English summary
Sensex sheds over 400 points, Nifty below 10,550, Know the reasons
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X