For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌মন্দার বাজারে নতুন করে আশা জাগাল শেয়ারবাজার, ৫০০ পয়েন্ট চড়ল সেনসেক্স

সপ্তাহের প্রথম দিনে নিরাশ করলেও দ্বিতীয় দিনে আশা জাগাল শেয়ার বাজার। সকালে বাজার খুলতেই সেনসেক্স ৫০০ পয়েন্ট চড়েছে।

Google Oneindia Bengali News

সপ্তাহের প্রথম দিনে নিরাশ করলেও দ্বিতীয় দিনে আশা জাগাল শেয়ার বাজার। সকালে বাজার খুলতেই সেনসেক্স ৫০০ পয়েন্ট চড়েছে। অন্যদিকে নিফটির অবস্থাও ভাল যাচ্ছে সকাল থেকে। ১৩০ পয়েন্টেরর উপরে উঠেছে নিফটি। ১২.১২২-এর স্তরে উঠেছে।

‌মন্দার বাজারে নতুন করে আশা জাগাল শেয়ারবাজার

এদিকে আজই ২০১৯-২০ সালের জিডিপি বৃদ্ধির হিসেব প্রকাশ করার কথা সরকারের। তার আগেই শেয়ারবাজারের উন্নতিতে খুশি ব্যবসায়ীরা। কারণ গত কয়েকদিন ধরেই ইরান এবং আমেরিকার সম্পর্কের অবনতি প্রভাব ফেলেছে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে। অপরিশোধিত তেলের দাম বাড়ায় শেয়ার বাজারেও প্রভাব পড়েছিল।

কিন্তু আজ আবার নতুন করে আশা জাগিয়েছে শেয়ার বাজার। ইরান এবং আমেরিকার বিবাদের কারণে গতকাল টাকার দামেও পতন হয়েছি। সোনার দামও বেড়েছিল মাত্রাতিরিক্ত হারে। বিয়ের মরশুমের ঠিক আগে সোনার দামের এই ব্যপক বৃদ্ধি প্রভাব ফেলেবে সোনার বাজারেও। এতে বেশ চিন্তায় আছেন সোনার দোকানের কারবারারিরা।

English summary
Sensex rises 500 points, Nifty cross 130 points
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X