For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের পড়ল শেয়ার বাজার, নিফটি পড়ল ৮৪ পয়েন্ট

ফের ধাক্কা শেয়ার বাজারে। নবরাত্রি শুরু হতেই শেয়ার বাজার উঠবে এমনই আশা করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু ফল হল উল্টো। সোমবার বাজার খুলতেই বড় ধাক্কা। শেয়ার বাজার পড়ল ৩১০ পয়েন্ট। নিফটির অবস্থাও শোচনীয়।

Google Oneindia Bengali News

ফের ধাক্কা শেয়ার বাজারে। নবরাত্রি শুরু হতেই শেয়ার বাজার উঠবে এমনই আশা করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু ফল হল উল্টো। সোমবার বাজার খুলতেই বড় ধাক্কা। শেয়ার বাজার পড়ল ৩১০ পয়েন্ট। নিফটির অবস্থাও শোচনীয়। সকালে বাজার খুলতেই নিফটিতেও ধস নেমেছে। নিফটি পড়েছে ৮৪ পয়েন্ট।

ফের পড়ল শেয়ার বাজার, নিফটি পড়ল ৮৪ পয়েন্ট

শেয়ার বাজরের পতনে বেশি ধাক্কা খেয়েছে ইয়েস ব্যাঙ্ক, ইন্ডাস ব্যাঙ্ক, টাটা স্টিল, সান ফার্মা, বেদান্ত, টাটা মোটরস।
এই মন্দার বাজারেও লাভবান হয়েছে এইচসিএল টেক, টিসিএস, ইনফোসিস।

শুধু শেয়ার বাজার নয় ধাক্কা খেয়েছে টাকার দামও। সকালে বাজার খুলতেই টাকার দাম ৭ পয়সা কমে ৭০.৬৩ হয়েছে। এই টাকার দামের পতনের কারণেই শেয়ার বাজারে মন্দা বলে মনে করছেন অনেকে।

[ রূপনারায়ণে নৌকাডুবি! ৫০-৬০ জলের তলিয়ে যাওয়ার আশঙ্কা ][ রূপনারায়ণে নৌকাডুবি! ৫০-৬০ জলের তলিয়ে যাওয়ার আশঙ্কা ]

কিন্তু পরিস্থিতি সামাল দিতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। রপ্তানি বাণিজ্যের শুল্কে কাটছাঁট করা হয়েছে। নির্মাণ শিল্প চাঙ্গা করতে ১০,০০০ কোটি টাকা অনুদান ঘোষণা করা হয়েছে। এখানেই শেষ নয় গাড়ি শিল্পের মন্দা কাটাতে জিএসটিতেও রদবদল করা হয়েছে। তারপরেও পরিস্থিতি সেই একই তিমিরে রয়ে গিয়েছে। কিছুতেই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না।

[ঠাকরে পরিবার থেকে প্রথম ভোটে দাঁড়িয়ে ইতিহাস গড়ছেন আদিত্য, ভোটের আগে তৈরি শিবসেনা][ঠাকরে পরিবার থেকে প্রথম ভোটে দাঁড়িয়ে ইতিহাস গড়ছেন আদিত্য, ভোটের আগে তৈরি শিবসেনা]

English summary
Sensex plunged over 310 points in opening trade
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X