For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একটানা তৃতীয় দিনেও নিম্নমুখী সেনসেক্স, নিফটি, চাঙ্গা হল না শেয়ার বাজার

তৃতীয় সেশনেও বিএসই ও সেনসেক্স এক্কেবারে কমতিতে এসে ঠেকল আজড শেয়ার বাজারে। বিএসটি ক্লোডিং বেলের আগে ৭১. ০৭ পয়েন্টে এ এসে ঠেকে, অন্যদিকে নিফটি পড়েছে ১৮ পয়েন্টে।

  • |
Google Oneindia Bengali News

তৃতীয় সেশনেও বিএসই ও সেনসেক্স এক্কেবারে কমতিতে এসে ঠেকল আজড শেয়ার বাজারে। বিএসসি, ক্লোজিং বেলের আগে ৭১. ০৭ পয়েন্টে এ এসে ঠেকে, অন্যদিকে নিফটি পড়েছে ১৮ পয়েন্টে। ফলে আরও একবার বিমর্ষতা নিয়ে বন্ধ হয়েছে এদিনের শেয়ার বাজার।

তৃতীয় দিনেও নিম্নমুখী সেনসেক্স, নিফটি, চাঙ্গা হল না শেয়ার বাজার

প্রাইভেট ব্য়াঙ্কগুলির শেয়ার ক্ষতি, বিদেশি বিনিয়োগে কমতি , সব কিছু একজোট হয়ে দিনের শেষে হতাশ করেছে শেয়ার বাজারকে।অষ্টম সেশনে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স নিজেদের ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের ইক্যুইটি বিক্রি করে দেয়। মূলত পাঞ্জাব ন্যাশনাল ব্য়াঙ্কের জালিয়াতি আর কেন্দ্রীয় বাজেটই এই পদক্ষেপের নেপথ্য না.ক বলে মমনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগে দুপুরের দিকে, ভারতীয় মুদ্রার দাম মার্কিন ডলারের প্রেক্ষইতে অনেকটাই পড়ে যায়। তিন মাসে এত কম দামে টাকার মূল্য হতে দেখা যায়নি। ভারতীয় মুদ্রা এদিন ০.৮৫ শতাংশ কমে চলতে থাকে। সবমিলিয়ে দিনের শেয়ে হতাশা নিয়েই বন্ধ হল শেয়ার বাজার।

English summary
Sensex, Nifty close lower for third day, private bank stocks top losers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X