For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সপ্তাহের প্রথম দিনেই চাঙ্গা শেয়ার বাজার, শুরুতেই সেনসেক্স চড়ল ৪৪৬ পয়েন্ট

সপ্তাহের প্রথম দিনেই চাঙ্গা শেয়ার বাজার, শুরুতেই সেনসেক্স চড়ল ৪৪৬ পয়েন্ট

Google Oneindia Bengali News

সোমবার বাজার খুলতেই চাঙ্গা শেয়ারবাজার। এক ধাক্কায় ৪৪৬ পয়েন্ট চড়ছে সেনসেক্স। উর্ধ্বমুখী নিফটিও। সকাল সাড়ে ১০টা থেকেই চাঙ্গা হয়ে উঠেছে শেয়ারবাজার। ১২৯ পয়েন্ট চড়েছে নিফটিও। খুশির হাওয়া দালাল স্ট্রিটে।

চাঙ্গা শেয়ার বাজার

চাঙ্গা শেয়ার বাজার

উৎসবের মরশুম আসতেই হাল ফিরতে শুরু করেছে শেয়ারবাজারের। সোমবার বাজার খুলতই উধ্বমুখী সূচক। হু হু করে চড়ছে শেয়ার বাজার। সকাল সাড়ে ১০টার মধ্যেই শেয়ার বাজারের সূচক চড়ল ৪৪৬ পয়েন্ড। নিফটিও বাজার ভাল। সকাল থেকে উর্ধ্বমুখী নিফটি। বাজার চড়তে শুরু করেছে নিফটির। ১২৯ পয়েন্ট চড়েছে িনফটি। কাজই সকাল থেকে খুশির হাওয়া দালালস্ট্রিটে। বাজার চড়ছে হু হু করে চড়তে শুরু করায় একাধিক কোম্পানির শেয়ার চড়তে শুরু করেছে।

কোন কোন কোম্পানির শেয়ার চড়ল

কোন কোন কোম্পানির শেয়ার চড়ল

শেয়ার বাজারে ৩০টি কোম্পানির শেয়ারের দর বড়েছে। তার মধ্যে রয়েছে েটক মাহিন্দ্রা, ইনফোসিস, বাজাজ ফিনসর্ভ, মাহিন্দ্রাা অ্যান্ড মাহিন্দ্রা, টাটা স্টিল, আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের দর বেড়েছিল। এদিকে শেয়ার বাজারের উর্ধ্বমুখী পরিস্থিতিতেও বেশ কয়েকটি শেয়ারের দাম পড়েছে। সেই তালিকায় রয়েছে এইচডিএফসি, ডক্তর রেড্ডি, এল অ্যান্ড টি, এশিয়ান পেন্টস, কোটাক ব্যাঙ্কের শেয়ারের দর অস্বাভাবিক হারে পড়েছে। টেক মাহিন্দ্রার শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে ৫৫০ টাকা প্রতি শেয়ারের দর বেড়েছে।

উৎসবের রেশ

উৎসবের রেশ

উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে দেশে। গণেশ চতুর্থীতে মজেছিল মহারাষ্ট্র। দক্ষিণভারতের একাধিক রাজ্যে গণেশ চতুর্থী উদযাপিত হয়ে থাকে। সামনেই আসছে নবরাত্রি।তার পরেই দীপাবলি। কাজেই বাণিজ্য যে ধীরে ধীরে চাঙ্গা হবে তাতে কোনও সন্দেহ েনই। গতবছর দীবাবলিতে রেকর্ড ব্যবসা হয়েছিল ভারতে। করোনা ধাক্কা সামলে ধীরে ধীরে জেগে উঠছে দেশের অর্থনীতি। তবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে সাময়িক ভাবে ধাক্কা এসেছিল বাণিজ্যে সেই ধাক্কা এখন কাটিয়ে উঠেছে দেশ।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ

মোদী সরকার ইতিমধ্যেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষের করেছে। রিজার্ভ ব্যাঙ্ক পর পর তিনবার রেপোরেট বাড়িয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তারপরে আবার আমেরিকার ফেডারেল ব্যাঙ্ক রেপোরেট বাড়িনোয় শেয়ার বাজারে ধাক্কা এসেছিল। গোটা বিশ্বের শেয়ার বাজারেই আমেরিকার ফেডারেল ব্যাঙ্কের রেপোরেট বাড়ানোর প্রভাব পড়েছিল। সেই পরিস্থিতি ধীরে ধীরে কাটিয়ে উঠতে শুরু করেছে বিশ্বের সব দেশই।

শো বাতিল করে দেওয়ায় বিশ্বহিন্দুকে পরিষদকে এক হাত কুণালের, পাশে দাঁড়ালেন মহুয়া মৈত্র শো বাতিল করে দেওয়ায় বিশ্বহিন্দুকে পরিষদকে এক হাত কুণালের, পাশে দাঁড়ালেন মহুয়া মৈত্র

English summary
Sensex climb high on Monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X