For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে জের, সপ্তাহান্তে শেয়ারবাজারে বিপুল পতন, ধাক্কা খেল নিফটিও

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে জের, সপ্তাহান্তে শেয়ারবাজারে বিপুল পতন, ধাক্কা খেল নিফটিও

Google Oneindia Bengali News

৯ দিনে পড়ল ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। তার জেরে বিপুল প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। শুক্রবার সকাল থেকেই নিম্নমুখী শেয়ার বাজার। এক ধাক্কায় ১০০০ পয়েন্ট পড়ল শেয়ারবাজার। নিফটিতেও বড় ধাক্কা। নিফটি পড়ল ১৬,২৫০ মার্ক অর্থাৎ ৩০০ পয়েন্ট পড়েছে নিফটি। যার জেরে বিপুল ধাক্কা আসতে শুরু করেছে ভারতীর অর্থনীতিতে।

শেয়ার বাজারে পতন

শেয়ার বাজারে পতন

সপ্তাহান্তে শেয়ার বাজারে বিপুল ধাক্কা। এক ধাক্কায় ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। সকালে বাজার খোলার পর থেকেই ধীর গতিতে এগোচ্ছিল শেয়ার বাজার। বেলা যত বেড়েছে তত নিম্নমুখী হয়েছে শেয়ার বাজার। একাধিক শেয়ারের দাম কমেছে। গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন শেয়ারের দাম পড়েছে এইচডিএফসি, হিরো মোটো ক্রপস, অশোক লে ল্যান্ড,ম্যাক্স ফিনান্সিয়াল, আইসিআইসিআই লোম্বার্ড, লুপিন, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক, এডলুইস ফিনান্সিয়াল, শ্রী সিমেন্ট, ব্রিটানিয়া, মাদারসন, অ্যান্চি ড্রাগ, অ্যাপোলো টায়ার্স, রানে ব্রেকার্স, এইএ ইঞ্জিনিয়ারিং, ইন্ডিগো পেন্টসে।

নিফটিতেও পতন

নিফটিতেও পতন

শুধু শেয়ার বাজার নয়, নিফটিতেও ভাল পতন হয়েছে। সকাল থেকেই নিফটির পতন চোখে পড়ার মত ছিল। প্রায় ৩০০ পয়েন্ট পড়েছে নিফটি। বিশেষ করে ধাতব কোম্পানি গুলির দাম কমেছে নিফটিতে। ধাপে ধাপে পড়তে পড়তে দুপুরের দিকে ৩০০ পয়েন্ট পড়ে গিয়েছে নিফটি। সব সেক্টরের শেয়ারের দাম কমে গিয়েছে। একের পর কোম্পানির শেয়ারের দাম কমেছে। ইউক্রেন থেকে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই নিফটির দামে পতন শুরু হয়ে গিয়েছে।

দাম বাড়ছে অপরিশোধিত তেলের

দাম বাড়ছে অপরিশোধিত তেলের

দাম বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। তার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। প্রায় ২০ শতাংশ দাম বেড়েছে অপরিশোধিত তেলের দাম। যার জেরে দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে শুরু করবে। সামনের সপ্তাহ থেকেই পেট্রোল-ডিজেলের দাম বাড়তে শুরু করবে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন অর্থনীতিবিদরা। পেট্রোল-ডিজেলের দাম বাড়তে শুরু করলেই হু হু করে বাড়বে জিনিসের দাম। সব জিনিসের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দেশের মুদ্রাস্ফীতি চরম আকার নেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করল রাশিয়া

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করল রাশিয়া

ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ধাক্কা গোটা বিশ্বের অর্থনীতিতে পড়তে শুরু করেছে। ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করেছে রাশিয়া। গতকাল রুশ মিসাইল হানায় ইউক্রেনের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন ধরে গিয়েছিল। দাউ দাউ করে জ্বলছিল সেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আগুন। তেজস্ক্রিয় বিকিরণ শুরু হয়ে গিয়েছে। যুদ্ধ কালীন তৎপরতায় ইউক্রেনের বিপর্যয় মোকাবিলা দল সেই আগুন নিয়ন্ত্রণে আনে। এখন শোনা যাচ্ছে ইউক্রেনের সেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দখল করেছে রাশিয়া।

English summary
Sensex drops hugely due to Ukraine-Russia War effect
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X