For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর পর ৩ দিন রক্তক্ষরণ জারি শেয়ার বাজারে, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

পর পর ৩ জিন রক্তক্ষরণ জারি শেয়ার বাজারে, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

Google Oneindia Bengali News

সপ্তাহান্তেও রক্তক্ষরণ জারি শেয়ার বাজারে। দালালস্ট্রিটে মন্দার মেঘ যেন কাটছেই না। টাকার দামে পতন হতেই শেয়ার বাজারে ধাক্কা। শুক্রবার ১০০০ পয়েন্ট পড়ল শেয়ার বাজার। টাকার দাম পড়তই বিনিয়োগে ঝুঁকি আশঙ্কা করে অনেক বিনিয়োগকারীই হাত তুলে নিয়েছেন। যার জেরে শেয়ার বাজারের সূচক ফের লাল হয়ে গিয়েছে।

শেয়ারবাজারে ধস

শেয়ারবাজারে ধস

সপ্তাহের শেষে ফের শেয়ার বাজারে ধস। এক ধাক্কায় ১০০০ পয়েন্ট পড়েছে শেয়ার বাজার। সকাল থেকেই শেয়ার বাজারে মন্দার হাওয়া বইছিল। বেলা বাড়তে শুরু করার সঙ্গেই শেয়ার বাজারে ধাক্কা আসতে শুরু করে। দালাল স্ট্রিটে গত তিন দিন ধরেই মন্দার হাওয়া বইতে শুরু করেছে। নিফটিতেও ধাক্কা এসেছে। কিছুতেই শেয়ার বাজারের ধাক্কা কাটিয়ে উঠতে পারছে না। আজও রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে শেয়ার বাজারে।

টাকার দামে পতন

টাকার দামে পতন

টাকার দামে রেকর্ড পতন হয়েছে। শুক্রবার সকাল থেকে টাকার দাম পড়তে শুরু করেছিল। সেকারণে শেয়ার বাজারেও ধস নামতে শুরু করে। যার জেরে আন্তর্জাতিক বাণিজ্যে ধাক্কার আশঙ্কায় অনেকেই বিনিয়োগ ঝুঁকি পূর্ণ হতে পারে আশঙ্কা করে শেয়ার বাজার থেকে টাকা তুলে নিয়েছে। সেকারণেই এই বিপুল ধস শেয়ার বাজারে এমনই আশঙ্কার কথা শুনিয়েছে অর্থনীতিবিদরা।

মুদ্রাস্ফীতির আশঙ্কা

মুদ্রাস্ফীতির আশঙ্কা

শেয়ার বাজারে পতন, টাকার দামে পতন। পর পর দুটি জিনিসের ধাক্কায় মুদ্রাস্ফীতি চরমে উঠতে পারে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন অর্থনীতিবিদরা। গত কয়েক মাসে দেশে মুদ্রাস্ফীতি চরমে উঠেছে। সেই মুদ্রস্ফীতি আরও চরমে উঠতে পারে উৎসবের মরশুমে। গতবছরও উৎসবের মরশুমে রেকর্ড জায়গায় পৌঁছে গিয়েছিল মুদ্রাস্ফীতি।
এমনিতেই আগেই সবজিিনসের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। চালের দাম বাড়ার ইঙ্গিত দিয়েছে সরকার।

মধ্যবিত্তের চাপ

মধ্যবিত্তের চাপ

মধ্যবিত্তের পকেটে টান। ব্যবসার মন্দার কারণে এমনিতেই জিনিসের দাম বাড়াতে শুরু করে দিয়েছে ব্যবসায়ীরা একাধিক জিনিসের দাম বাড়তে শুরু করেছে। মধ্যবিত্ত সবচেয়ে সংকটে রয়েছে। এরই মাঝে আবার জিডিপি গ্রোথ নিয়েই খুব একটা আশার কথা শোনাচ্ছেনা একাধিক অর্থ ৈনতিক সংস্থা। দেশের আর্থিক পরিস্থিতি যে খুব একটা ভাল নয় তা আঁচ করত পেরেই ভারতের জিডিপি গ্রোথ কমিয়ে দিয়েছে এডিবি নামে আন্তর্জাতিক এক সংস্থা।

লোনের টাকা তুলতে থার্ড পার্টি রিকোভারি এজেন্ট নিয়োগ নয়, সতর্ক করল RBI লোনের টাকা তুলতে থার্ড পার্টি রিকোভারি এজেন্ট নিয়োগ নয়, সতর্ক করল RBI

English summary
1000 Poind Down sensex
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X