ইতিহাস গড়ে লক্ষ্মীবারে সেনসেক্স পার করল ৫০ হাজারের গণ্ডি
দেশ আরও একবার নতুন ইতিহাসের মুখোমুখি আজ। এদিন সকালে সেনসেক্স ৫০ হাজারের গণ্ডি পার করেছে। আর তা নিয়েই তুঙ্গে রয়েছে বাজারের আলোচনা। এই প্রথমবার ইতিহাস গড়ে ৫০ হাজারের গণ্ডি পার করল সেনসেক্স। লক্ষ্মীবারে এই নয়া উচ্চতা ছোঁয়ার ঘটনা নিয়ে রীতিমতো তাৎপর্যপূর্ণ জায়গায় চলে গিয়েছে ভারতীয় অর্থনীতিতে।


এর আগে বুধবার বিকেলে বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের বিএসই সেনসেক্স রেকর্ড গড়ে ৪৯,৭৯২.১২ অঙ্কে পৌঁছে যায় । তারপর বৃহস্পতিবার বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই প্রি ওপেন সেশনে নয়া রেকর্ড দেখা যায়। আর তার হাত ধরেই লক্ষ্মীবারে ইতিহাস গড়ল সেনসেক্স। এদিন সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে ২৩০ পয়েন্ট লাফিয়ে কার্যত ছক্কা হাঁকিয়ে ৫০ হাজারের গণ্ডি পার করে যায় সেনসেক্স।
এদিকে, নিফটি ৫০ ইনডেক্স এদিন ১৪,৭০০ এর ঘরে চলে যায়। প্রসঙ্গত, দেশ জুড়ে করোনা টিকাকরণের জেরে বিশ্বের সর্ববৃহৎ টিকা করণের প্রক্রিয়া শুরু হয়েছে, যা বাজারে প্রভাব ফেলেছে। মনে করা হচ্ছে, এর জেরে ভারতের বাজারে ব্যাপক প্রভাব পড়বেয আর তার হাত ধরেই স্টক মার্কেট ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে নিজেকে।