For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মঙ্গলে লক্ষ্মীর ঝাঁপি খুলল দালাল স্ট্রিটে, শেয়ার বাজারে বিপুল উত্থান

মঙ্গলে লক্ষ্মীর ঝাঁপি খুলল দালাল স্ট্রিটে, শেয়ার বাজারে বিপুল উত্থান

Google Oneindia Bengali News

নবরাত্রির শেষ দিনে খুশির হাওয়া দালাল স্ট্রিটে। এক ধাক্কায় ১২০০ পয়েন্টের বেশ চড়ল শেয়ার বাজার। অন্যদিকে নিফটিতেও বিপুল উত্থান। একাধিক ভারতীয় কোম্পানির শেয়ারের দর বেড়েছে। সকাল থেকেই উর্ধ্বমুখী ছিল শেয়ার বাজার। একাধিক কোম্পািনর শেয়ারের দর বাড়তে শুরু করেছে। ১২৭৭ পয়েন্ট চড়েছিল শেয়ার বাজার । নিফটি চড়েছিল ৩৭৮ পয়েন্ট।

শেয়ারবাজারে উত্থান

শেয়ারবাজারে উত্থান

মঙ্গলবারে খুশির হাওয়া দালালস্ট্রিটে। হু হু করে চড়েছে সূচক। বাজার খোলার পর থেকেই সূচক উর্ধ্বমুখী ছিল। একাধিক ভারতীয় কোম্পানির শেয়ার বাড়তে শুরু করেছিল। আইটি সেক্টরের শেয়ারের দরও বাড়তে শুরু করেছিল। বাজার বন্ধ হওয়ার সময় শেয়ার বাজারের দর ১২৭৭ পয়েন্ট চড়েছে। দশেরার আগে খুশির হাওয়া শেয়ারবাজরের কারবারিদের মধ্যে। কারণ গত কয়েক মাস ধরে লাগাতার মন্দার হাওয়া বইতে শুরু করেছে।

টাকার দামে পতন

টাকার দামে পতন

গত কয়েক সপ্তাহ ধরে টাকার দাম পড়তে শুরু করেছে। ডলারের তুলনায় দাম পড়তে শুরু করেছিল। ৮০ টাকায় নেমে এসেছিল ডলারের তুলনায় টাকার দাম। তার জেরে আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়তে শুরু করে। ধাক্কা আসে শেয়ার বাজারেও। মুদ্রাস্ফীতি চরমে উঠতে শুরু করেছে। টাকার দামে স্থিতিশীলতা না ফিরলে দেশের শেয়ার বাজারেও ধাক্কা আসতে শুরু করবে। মনে করা হচ্ছে আমেরিকার ফেডারেল ব্যাঙ্কের পদক্ষেপের কারণেই ডলারের তুলনায় টাকার দাম পড়তে শুরু করেছে।

রেপোরেট বাড়ানোর ইঙ্গিত

রেপোরেট বাড়ানোর ইঙ্গিত

মুদ্রাস্ফীতি দেশে চরমে উঠেছে। সেটা নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই রেপোরেট তিনবার বাড়িয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। রেপোরেটের পরিমান ফের বাড়ানোর ইঙ্গিত দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। মনে করা হচ্ছে ডিসেম্বর মাসে ফের রেপো রেট বাড়াবে রিজার্ভ ব্যাঙ্ক। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেই নাকি একই বছরে পর পর তিনবার রেপোরেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ডিসেম্বরে ফের রোপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর কথা রয়েছে।

মধ্যবিত্তের পকেটে কোপ

মধ্যবিত্তের পকেটে কোপ

একদিকে রেপোরেট বাড়ানো। আরেক দিকে মুদ্রাস্ফীতি। দুয়ের সবচেয়ে বেশি কোপ পড়ছে মধ্যবিত্তের উপরে। রেপোরেট পর পর ৩ বার বাড়ানোয় গাড়ি-বাড়ির ইএমআই বেড়েছে। তাতে মধ্যবিত্তের পকেটে কোপ পড়েছে। আবার মুদ্রাস্ফীতির কারণেও চাপ বেড়েছে মধ্যবিত্তের পকেটেই। সব জিনিসের দাম বাড়তে শুরু করেছে। তাতে খরত বাড়ছে।

English summary
Sensex hits more than 1200 points
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X