For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপাবলির পরেই ছুটছে শেয়ার বাজার, দালাল স্ট্রিটে খুশির হাওয়া

দীপাবলির পরেই ছুটছে শেয়ার বাজার, দালাল স্ট্রিটে খুশির হাওয়া

Google Oneindia Bengali News

সপ্তাহের দ্বিতীয় দিনে বাডার খুলতেই চাঙ্গা শেয়ার বাজার। খুশির হাওয়া দালাল স্ট্রিটে। নিফটিও চড়ছে হু হু করে। দীপাবলির পর পর শেয়ার বাজারের হাল অনেকটাই ফিরেছে বলে মনে করছেন শেয়ার বাজারের কারবারিরা। একাধিক শেয়ারে দাম হু হু করে চড়তে শুরু করেছে সকাল থেকে। প্রসঙ্গত উল্লেখ্য আগামীকাল বৈঠকে বসতে চলেছে রিজার্ভ ব্যাঙ্কেরে মনিটরি পলিসি কমিটি।

চাঙ্গা শেয়ারবাজার

চাঙ্গা শেয়ারবাজার

মঙ্গলবার বাজার খুলতেই উর্ধ্বমুখি শেয়ার বাজারের সূচক। হু হু করে চড়তে শুরু করেছে একাধিক শেয়ারের দাম। সকাল ১০টার মধ্যেই ৬১,০০০ মার্ক ছাড়িয়ে গিয়েছে শেয়ার বাজার। দালাল স্ট্রিটে এখন খুশির হাওয়া। অন্যদিকে চাঙ্গা নিফটিও। সেখানেও চড়ছে শেয়ারের দর। একাধিক কোম্পানির শেয়ারের দাম চড়তে শুরু করে দিয়েছে। নিফটি ১৪৬ পয়েন্ট চড়েছে। দীপাবলির আগে থেকেই শেয়ার বাজারের হাল ফিরতে শুরু করেছিল। দীপাবলি কাটার পরেও সেটা চড়তে শুরু করেছে। কাজেই খুব একটা ধাক্কা খেতে হচ্ছে না শেয়ার বাজারের কারবারিদের।

কোন কোন শেয়ারের দাম চড়ল

কোন কোন শেয়ারের দাম চড়ল

সকাল থেকে একাধিক কোম্পানির শেয়ারের দাম চড়তে শুরু করেছে। তাতে সর্বাধিক যেসব কোম্পানির শেয়ারের দাম চড়েছে তার মধ্যে রয়েছে ডঃ রেড্ডি, এনটিপিসি, পাওয়ার গ্রিড, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, েইচডিএফসি ব্যাঙ্কষ বাজাজ ফিনান্স, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। এই কোম্পানি গুলির শেয়ারের দাম চড়েছে হু হু করে। গত কয়েক মাসে বিদেশী বিনিয়োগকারীদের সংখ্যা কমে যাওয়ার কারণে শেয়ার বাজারে মন্দার হাওয়া বইছিল। নতুন করে শেয়ার বাজার জেগে উঠেছে।

কোন কোন শেয়ারের দাম কমল

কোন কোন শেয়ারের দাম কমল

এই বাজারেও একাধিক কোম্পানির শেয়ারের দাম কমেছে। তার মধ্যে রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক, লার্সেন অ্যান্ড টুব্রো, মারুতি, টাটা স্টিল। প্রসঙ্গত উল্লেখ্য আজই মারা গিয়েছেন স্টিল ম্যান জামশেদ জে ইরানি। টাটা স্ট্রিলের সঙ্গে গত চার দশক ধরে যুক্ত ছিলেন তিনি। ৮৫ বছর বয়সে মারা যান তিনি। টাটা স্টিলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

আগামীকাল বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক

আগামীকাল বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক

ফের বৈঠকে বসতে চলেছে রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি। ফের রেপোরেট বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। চলতি বছরে পর পর তিনবার রেপোরেট বাড়ানো হয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে বারবার রেপোরেট বাড়ানোর পথে হাঁটছে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু তাতে খুব একটা অর্থনৈতিক স্থিতাবস্থা তৈরি হবে বলে মনে করছেন না অর্থনীতিবিদরা।

 'পোস্তা ব্রিজ নিয়ে খুব বলেছিলেন, এবার কী বলবেন?' মোরবি নিয়ে মোদীকে কটাক্ষ বিরোধীদের 'পোস্তা ব্রিজ নিয়ে খুব বলেছিলেন, এবার কী বলবেন?' মোরবি নিয়ে মোদীকে কটাক্ষ বিরোধীদের

English summary
দীপাবলির পরেই ছুটছে শেয়ার বাজার, দালাল স্ট্রিটে খুশির হাওয়া
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X