For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আয় করে বিপুল ছাড়, হু হু করে চড়ছে শেয়ার বাজার, ১০০০ পয়েন্ট ছাড়িয়ে গেল সেনসেক্স

বাজেট পেশের পরেই খুশির হাওয়া দালাল স্ট্রিটে

Google Oneindia Bengali News

বাজেট পেশের পরেই দালাল স্ট্রিটে উৎসবের আমেজ। যাকে বলে অকাল দীপাবলি শুরু হয়ে গিয়েছে সেখানে। একের পর এক শেয়ারের দাম চড়তে শুরু করেছে। ১০০০ পয়েন্টের বেশি চড়েছে শেয়ার বাজার। নিফটিও উর্ধ্বমুখী। মনে করা হচ্ছে আয়করের বিপুল ছাড়ের জেরেই দালাল স্ট্রিটে উর্ধ্বমুখী শেয়ার বাজার বলে মনে করা হচ্ছে। একেবারে জনমোহিনী বাজেট পেশ করেছে মোদী সরকার।

মোদী সরকারের জনমোহিনী বাজেট

মোদী সরকারের জনমোহিনী বাজেট

এক কথায় জনমোহিনী বাজেট পেশ করেছে মোদী সরকার। কারণটা অবশ্যই ভোট। বিরোধীরা একে ভোটমুখী বাজেট বলেই তকমা দিয়েছেন। ২০২৪-র লোকসভা ভোট। ফের মোদীকে ক্ষমতায় আসতে হলে সাধারণ মানুষের মন জয় করতে হবে। বিশেষ করে পিছিয়ে পড়া শ্রেণি এবং মধ্যবিত্ত। এঁদের কথা মাথায় রেখেই এবার বাজেট পেশ করেছে মোদী সরকার। যাকে বলা হচ্ছে ১০০ তম বর্ষে ভারতের অর্থনীতি কেমন হবে তার ব্লু প্রিন্ট।

আয়কর ছাড়ের সীমা বাড়ল

আয়কর ছাড়ের সীমা বাড়ল

সকলকে চমকে দিয়েই সাত বছর পর আয়কর ছাড়ের সীমা বাড়ানোর কথা ঘোষণা করা হল বাজেটে। মধ্যবিত্তের অর্ধেক ভোট বোধহয় এতেই পেয়ে গেল বিজেপি। গত কয়েক বছরে সাধারণ মানুষের বিনিয়োগ শেয়ার বাজারে বেড়েছে। আয়কর ছাড়ের কথা ঘোষণা করে সেই সম্ভাবনা আরও বাড়িয়ে দিলে মোদী সরকার। গত কয়েক মাস ধরে যে স্থবিরতা তৈরি হয়েছিল শেয়ার বাজারে বাজেট পেশের পর তাতে যেন জোয়ার এসেছে। বিশেষ করে যেসব শিল্পে এবং প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির কথা মোদী সরকার ঘোষণা করেছে তার জেরে আরও চনমনে হয়ে উঠেছে শেয়ার বাজার।

বাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতেবাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতে

চাঙ্গা শেয়ারবাজার

চাঙ্গা শেয়ারবাজার

মোদী সরকারের বাজেট পেশের পরেই খুশির হাওয়া দালাল স্ট্রিটে। সকালে যেখানে ৪০০ থেকে ৪৫০ পয়েন্টের মধ্যে ঘোরাঘুরি করছিল শেয়ার বাজার। এক ধাক্কায় বাজেট পেশের পর ১০৫০ পয়েন্ট চড়েছে সেনসেক্স। একাধিক শেয়ারের দাম হু হু করে কেটেছে। এতদিনে জমে থাকা জল যেন গতি পেয়েছে। সেই ভাবে চড়তে শুরু করেছে শেয়ার বাজার। এর অন্যতম কারণ আয়কর ছাড়ের সীমা বাড়ানো বলে মনে করা হচ্ছে। প্রায় ৭ বছর পর আয়কর ছাড়ের সীমা ৫ লক্ষ থেকে বাড়িয়ে ৭ লক্ষ করার কথা ঘোষণা করেছে মোদী সরকার।

কোন কোন কোম্পানির শেয়ার বাড়ল

কোন কোন কোম্পানির শেয়ার বাড়ল

আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্কের মত একাধিক কোম্পানির শেয়ার হু হু করে চড়তে শুরু করেছে। এশিয়ান পেন্টস, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, টিসিএস, নেসলে ইন্ডিয়া, মারুতি সুজুকি, টাইটান কোম্পানি, সান ফার্মার মত কোম্পানি গুলির শেয়ারও বিপুল পরিমানে বেড়েছে। অন্যদিকে ধাক্কা খেয়েছে ইউপ্রো, টাটা স্টিল, পাওয়ার গ্রিড, এসবিআইয়ের শেয়ারের দাম পড়েছে। এনটিপিসির শেয়ারের দামও পড়েছে। ৫টি কোম্পানির শেয়ারের দাম এক ধাক্কা ৬৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। ,

Budget 2023: দামি হল সোনার গয়না, সস্তা হল কোনগুলি জেনে নিন এক নজরে Budget 2023: দামি হল সোনার গয়না, সস্তা হল কোনগুলি জেনে নিন এক নজরে

English summary
Sexsex high after Budget 2023
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X