For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন, তরতরিয়ে চড়ল শেয়ার বাজার

আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন, তরতরিয়ে চড়ল শেয়ার বাজার

Google Oneindia Bengali News

চাঙ্গা শেয়ার বাজার। বুধবার বাজার খুলতেই গ্রিন সূচকে পৌঁছে গিয়েছে সেনসেক্স। এক ধাক্কায় একেবারে চড়চড় করে চড়েছে শেয়ারবাজার। এক ধাক্কায় ৩০০ পয়েন্ট বেড়ে গিয়েছে সেনসেক্স। অন্য দিকে িনফটি উর্ধ্বমুখী। ১৮,৯০০ মার্কের উপরে পৌঁছে গিয়েছে নিফটি।

চাঙ্গা শেয়ার বাজার

চাঙ্গা শেয়ার বাজার

লক্ষ্মীবারের আগের দিন লক্ষ্মী লাভ দালাল স্ট্রিটে। বাজার খুলতেই গ্রিন সূচক উর্ধ্বমুখি শেয়ার বাজারে। িনফটি উর্ধ্বমুখী। একের পর এক কোম্পািনর শেয়ারের দাম চড়তে শুরু করেছে। উৎসবের মুখ্য খুশির হাওয়া দালাল স্ট্রিটে। একধাক্কায় ৩০০ পয়েন্ট ছাপিয়ে গিয়েছে শেয়ার বাজার। ৫ এপ্রিলের পর এই প্রথম ৬০,০০০ মার্ক পার করল সেনসেক্স। বিভিন্ন তেল, গ্যাস, অটো কোম্পািনর শেয়ারের দাম বেড়েছে। অন্যদিকে নিফটিও বেশ ভাল চড়েছে। ৫০ পয়েণ্টের উপরে চড়েছে নিফটি।

কোন কোন শেয়ারের দাম চড়ল

কোন কোন শেয়ারের দাম চড়ল

শেয়ার বাজারে আজ একাধিক কোম্পানির শেয়ারের দাম চড়েছে। এনটিপিসি, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, িবপিসিএল, হিরো মোটোকর্প, ইচার মোটরসের শেয়ারের দাম সবচেয়ে বেশি চড়েছে। অন্যদিকে এইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস, টিিসএস, এইচসিএল টেকনোলজির শেয়ারের দাম অস্বাভাবিক হারে কমেছে। এদিকে আবার মহানগর গ্যাসের শেয়ারের দাম ৩ শতাংশ কমে গিয়েছে

রেকর্ড পতাকা বিক্রি

রেকর্ড পতাকা বিক্রি

এবছর মোদী সরকারের হর ঘর তেরঙ্গা কর্মসূচির জেরে গোটা দেশে রেকর্ট ব্যবসা হয়েছে। ৩০ কোটি পতাকা বিক্রি হয়েছে গত ১৫ দিেন। ৫০০ কোটি টাকার ব্যবসা করেছেন ব্যবসায়ীরা। চাঙ্গা শেয়ার বাজার। মনে করা হচ্ছে এবার উৎসবের মরশুমেই বিপুল লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা। করোনা পরিস্থিতি অনেকটাই কমেছে। আগামী কয়েক বছর ধরে করোনা সংক্রমণের কারণে বাজারে বিপুল ধাক্কা এসেছিল। গত বছর থেকে সেটা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। ফের ছন্দে ফিরেছে ব্যবসা।

অপরিশোধিত তেলের দামে পতন

অপরিশোধিত তেলের দামে পতন

শেয়ার বাজারে চাঙ্গা হওয়ার নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে পতন। সেকারণে শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠেছে। এই তেলের দাম বেড়ে যাওয়ার শেয়ার বাজারে বিপুল ধাক্কা এসেছিল। তার ফল গোটা বিশ্বের অর্থনীতিতে পড়ে। করোনা সংক্রমণ আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে তেলের দাম উর্ধ্বমুখী হয়ে গিয়েছিল। সেকারণেই শেয়ার বাজারে বড় ধাক্কা আসতে শুরু করে।

Weather update: উঁকি দিচ্ছে নতুন নিম্নচাপ, প্যাচপ্যাচে গরম থেকে মিলবে কি রেহাই, জেনে নিন কী বলছে হাওয়া অফিসWeather update: উঁকি দিচ্ছে নতুন নিম্নচাপ, প্যাচপ্যাচে গরম থেকে মিলবে কি রেহাই, জেনে নিন কী বলছে হাওয়া অফিস

English summary
sensex grows high
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X