For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬০ হাজারি দৌড়ে সেনসেক্স, ৫৯ হাজার পয়েন্টের চূড়ায় পৌঁছে তৈরি হল সর্বকালীন সেরা রেকর্ড

৬০ হাজারি দৌড়ে সেনসেক্স, ৫৯ হাজার পয়েন্টের চূড়ায় পৌঁছে তৈরি হল সর্বকালীন সেরা রেকর্ড

  • |
Google Oneindia Bengali News

গত সপ্তাহের পর ফের চলতি সপ্তাহে নতুন রেকর্ড করে ফেলল সেনসেক্স। বোম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স সূচক আজ ১৫৮ পয়েন্ট বেড়ে ৫৮,৮৮১.০৪ পয়েন্টে খুলেছিল। দিন যত গড়িয়েছে ততই বেড়েছে পারা। আর তাতেই নতুন উন্মাদনা ধরা পড়ছে শেয়ার বাজারের অন্দরে। আজ, সপ্তাহের চতুর্থ ব্যবসায়িক দিন অর্থাৎ বৃহস্পতিবারে শেয়ার দর রেকর্ড উচ্চায় পৌঁছে যায় বলে দেখা যায়। প্রথমবারের মতো সেনসেক্স ৫৯ হাজারের গণ্ডি পার করে ফেলেছে।

কোথায় দাঁড়িয়ে শেয়ার দর

কোথায় দাঁড়িয়ে শেয়ার দর

এদিন শেষ পর্যন্ত বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ৪১৭.৯৬ পয়েন্ট (০.৭১ শতাংশ) বৃদ্ধি পেয়ে ৫৯ হাজার ১৪১.১৬ পয়েন্টে বন্ধ হয়েছে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ১১০.০৫ পয়েন্ট (০.৬৩ শতাংশ) বেড়ে ১৭ হাডার ৬২৯.৫০ পয়েন্টে বন্ধ হয়েছে। গত সপ্তাহে, বিএসই-র শেয়ার দর সেনসেক্স ১৭৫.১২ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়েছে বলে জানা যাচ্ছে।

কোন কোন সংস্থা সবথেকে বেশি লাভ করল

কোন কোন সংস্থা সবথেকে বেশি লাভ করল

অন্যদিকে বৃহস্পতিবারের শুরুর লেনদেনে সেনসেক্স সবচেয়ে বেশি লাভ করেছে আইটিসি, ইন্ডাল্যান্ড, বাজাজ অটো, কোটাক ব্যাঙ্ক, পওয়ার গ্রিডের মতো সংস্থাগুলি। সেখানে শেয়ার দর পড়েছে টাটা স্টিল, টিসিএস, বাজাজ ফাইন্যান্স এবং টেক। এদিকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, সেনসেক্স ৫৮ হাজারের স্তর স্পর্শ করেছিল। যা ছিল সর্বকালীন রেকর্ড। এবার ১৫ দিনের মধ্যেই তা ৫৯ হাজার পয়েন্টের স্তরে পৌঁছেছে। তৈরি হল নয়া রেকর্ড।

শীঘ্রই ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে যাবে সেনসেক্স

শীঘ্রই ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে যাবে সেনসেক্স

এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে সেনসেক্স ৬০ হাজারের গণ্ডি পার করার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। নিফটিও ধীরে ধীরে ১৮ হাজারি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে বিএসই সূচকের কথা বললে, আইটিসি, ইন্ডাস ইন্ড ব্যাংক, বাজাজ অটো, কোটক ব্যাংক, এইচইউএল, পাওয়ারগ্রিড, এসবিআই, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার পাশাপাশি নেসলে এবং টাটা স্টিলের শেয়ার সবচেয়ে বেশি লাভ করেছে। আইটিসির শেয়ারের দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে। ইন্দাস ইন্ড ব্যাংকের শেয়ারের দামও প্রায় ৮ শতাংশ বেড়েছে।

 হাল ফিরছে টেলিকম সংস্থাগুলির

হাল ফিরছে টেলিকম সংস্থাগুলির

অন্যদিকে ধীর ধীরে হাল ফিরছে টেলিকম কোম্পানিগুলিরও। ভোডাফোন আইডিয়ার স্টক প্রাথমিক ব্যবসায় প্রায় ১৮শতাংশ বৃদ্ধি পেয়েছিল বলে জানা যাচ্ছে। একই সময়ে, এয়ারটেলের স্টকে প্রফিট-বুকিং দেখা গিয়েছিল। সহজ কথায় বৃহস্পতিবারের প্রারম্ভিক লেনদেনে নিফটির ৫০টি স্টকের মধ্যে ২৫টি স্টকই লাভের মুখ দেখেছে। হাল ফিরেছে অন্য একাধিক সংস্থা। মুখে হাসি ফুটেছে ব্রোকারদেরও।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Reaching the peak of 59 thousand points is the best record of all time in sensex
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X