For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শীর্ষ বিজ্ঞানীর দেহে করোনা পজিটিভ, স্যানিটাইজড করা হবে আইসিএমআর

শীর্ষ বিজ্ঞানীর দেহে করোনা পজিটিভ, স্যানিটাইজড করা হবে আইসিএমআর

Google Oneindia Bengali News

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (‌আইসিএমআর)‌–এর এক শীর্ষ বৈজ্ঞানিকের দেহে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। যার জন্য গোটা আইসিএমআর বহুতলটিকে স্যানিটাইজড করা হয়েছে বলে জানা গিয়েছে।

শীর্ষ বিজ্ঞানীর দেহে করোনা পজিটিভ, স্যানিটাইজড করা হবে আইসিএমআর


মুম্বইয়ের ওই বিজ্ঞানী কিছুদিন আগে দিল্লি আসেন এবং রবিবার সকালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তিনি মুম্বইয়ের আইসিএমআরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ রিপ্রোডাক্টিভ হেলথে রয়েছেন। সূত্রের খবর, আইসিএমআর ভবনটি দু’‌দিন ধরে স্যানিটাইজড ও ধোঁয়া দেওয়া হবে। গত সপ্তাহেই ওই বিজ্ঞানী এই ভবনে এসে আইসিএমআর ডিরেক্টর জেনারেল ডাঃ বলরাম ভার্গব সহ অন্যান্যদের সঙ্গে বৈঠক সেরে গিয়েছেন।

আইসিএমআর ভবনটিতে ধোঁয়া ও স্যানিটাইজড করার জন্য কর্মীদের একাংশকে বাড়ি থেকে কাজ করার কথা বলা হয়েছে আইসিএমআরের পক্ষ থেকে। নির্দেশে বলা হয়েছে, '‌শুধুমাত্র কোভিড–১৯ নিয়ে কাজ করছেন সেই সব টিম সদস্যরা আসবেন। বাকিরা বাড়ি থেকে কাজ করবেন।’‌

করোনা থাবা শতাব্দী প্রাচীন জগন্নাথের রথ যাত্রাতেও, সংক্রমণের আশঙ্কায় বড় ঘোষণা পুরীর মন্দিরেকরোনা থাবা শতাব্দী প্রাচীন জগন্নাথের রথ যাত্রাতেও, সংক্রমণের আশঙ্কায় বড় ঘোষণা পুরীর মন্দিরে

English summary
senior scientist from icmr corona positive sanitised the building
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X