For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোহালির বাড়িতে সাংবাদিক হত্যা, উদ্ধার সাংবাদিকের বৃদ্ধ মায়ের দেহও

ফের সাংবাদিক হত্যা। গৌরী লঙ্কেশ, শান্তনু ভৌমিকের পর কেজে সিং। পঞ্জাবের মোহালিতে নিজের বাড়িতেই সিনিয়র সাংবাদিক কেজে সিং এবং তাঁর মা-র দেহ মিলেছে। ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করেছে সরকার

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

ফের সাংবাদিক হত্যা। গৌরী লঙ্কেশ, শান্তনু ভৌমিকের পর কেজে সিং। পঞ্জাবের মোহালিতে নিজের বাড়িতেই সিনিয়র সাংবাদিক কেজে সিং এবং তাঁর বৃদ্ধ মা-র দেহ মিলেছে। ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করেছে সরকার।

মোহালির বাড়িতে সাংবাদিক হত্যা, উদ্ধার সাংবাদিকের মায়ের দেহও

এসএএস নগরের ফেস ৩বি২-এ মাকে নিয়ে থাকতেন বছর চৌষট্টির কেজে সিং। তাঁর গলার নলি কাটা ছিল। তাঁর মা বছর বিরানব্বইয়ে গুরচরণ কাউরের গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গিয়েছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতরের এক মুখপত্র। দুজনের ঘাড়ে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। জানিয়েছেন মোহালির ডেপুটি পুলিশ সুপার আলম বিজয় সিং। ঘটনায় খুনের মামলা শুরু করা হয়েছে। সন্দেহজনক এই খুনের তদন্তে বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে।

শনিবার বেলার দিকে ঘটনাটি সামনে আনেন সাংবাদিকের পরিবারের সদস্যরা। তাঁরাই পুলিশকে খবর দেন বলে জানিয়েছেন, মোহালির পুলিশ আধিকারিক কুলদীপ চাহাল। সম্ভবত, শুক্রবার রাতে দুষ্কৃতীরা বাড়িতে হামলা চালায় বলে অনুমান পুলিশের। সাংবাদিকের গাড়ির কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। তবে তদন্তের কারণে এর থেকে বেশি কিছু জানাতে রাজি হননি ওই পুলিশ আধিকারিক। সাংবাদিকের বাড়িতে কোন সিসিটিভি ছিল না বলেও জানা গিয়েছে।

আততায়ীরা ঘটনাটিকে চুরির রূপ দিতে চাইলেও, এর পিছনে বড় কোনও চক্রান্ত রয়েছে বলে জানিয়েছেন মোহালি পুলিশেরই অপর আধিকারিক এইচএস আটওয়াল। বাড়ির অনেকাংশই ছিল লণ্ডভণ্ড। নেই গাড়ি, এলইডি টিভি।

সাংবাদিক কেজে সিং ইন্ডিয়ান এক্সপ্রেস ছাড়াও, ট্রিবিউন এবং টাইমস অফ ইন্ডিয়ার হয়েও কাজ করেছেন।

রাজ্য পুলিশের ডিজিকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। হত্যাকাণ্ডের খবর পেয়েই রাজ্যের আইজি ক্রাইম-এর নেতৃত্বে বিশেষ তদন্তকারীদল গঠন করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব খুনিদের ধরতে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের সাংবাদিকরা ঘটনার কড়া নিন্দা করেছেন।

English summary
Senior journalist KJ Singh, mother murdered in Mohali, special probe team formed. KJ Singh, who was in his sixties, was a former news editorof The Indian Express, The Tribune and The Times of India Chandigarh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X