For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্টে বুধবারও মিলল না রক্ষা কবচ! গ্রেফতারির মুখে দাঁড়ানো চিদাম্বরমের শুনানি হবে শুক্রবার

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের গ্রেফতারের সম্ভাবনা জোরদার। বুধবার সুপ্রিম কোর্ট থেকে কোনও রকমের রক্ষাকবচ পাননি তিনি।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের গ্রেফতারের সম্ভাবনা জোরদার। বুধবার সুপ্রিম কোর্ট থেকে কোনও রকমের রক্ষাকবচ পাননি তিনি। আইএনএক্স মিডিয়া নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে চিদাম্বরমের আবেদনের শুনানি হবে শুক্রবার। হাতে দুদিন সময় থাকায় চিদাম্বরমের সন্ধানে তল্লাশি জোরদার করেছে তদন্তকারী সংস্থা।

সুপ্রিম কোর্টে বুধবারও মিলল না রক্ষা কবচ! গ্রেফতারির মুখে দাঁড়ানো চিদাম্বরমের শুনানি হবে শুক্রবার

ইডির তরফ থেকে চিদাম্বরমের বিরুদ্ধে ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি করা হয়েছে। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পর চিদাম্বরমের দিল্লিরবাড়িতে দুবার অভিযান চালায় সিবিআই-এর বিশেষ টিম।

২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীর পদে ছিলেন চিদাম্বরম। মঙ্গলবার তাঁর আইনজীবীরা অন্তর্বর্তী জামিনের আবেদন করে আদালতের রায়ে স্থগিতাদেশের আবেদন করেছিলেন। বুধবার সুপ্রিম কোর্টে থেকে কোনও রায় না হওয়ায় হাইকোর্টের সেই নির্দেশ বলবত রয়েছে। ফলে তদন্তকারী সংস্থাগুলির হাতে ক্ষমতা রয়েছে চিদাম্বরমের বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়ার।

বুধবার সকালে সুপ্রিম কোর্ট বসতেই বিষয়টি নিয়ে তাড়াতাড়ি শুনানির জন্য আদালতের কাছে আবেদন জানান, চিদাম্বরমের আইনজীবী কপিল সিবাল। কিন্তু তিন বিচারপতির বেঞ্চ বিষয়টি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেন। এরই মধ্যে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় আবেদনে ত্রুটি থাকায় বুধবারের শুনানির তালিকায় অন্তর্ভুক্ত হবে না। কিন্তু জরুরি ভিত্তিতে ত্রুটি সংশোধনের চেষ্টা করেন কপিল সিবাল। তিনি জানান, ত্রুটি শুধরে নেওয়া হয়েছে। পিটিশন নথিভুক্তির আবেদন জানান তিনি। কপিল সিবার আবেদনে জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। সেই সময় বিচারপতি রমন জানিয়ে দেন পিটিশন তালিক ভুক্তির ক্ষমতা তার নেই। একমাত্র প্রধান বিচারপতির সেই ক্ষমতা রয়েছে। শুনানির শেষে বিকেল ৪টে নাগাদ প্রধান বিচারপতির কাছে ছুটে যান কপিল সিবাল-সহ অন্য আইনজীবীরা।

English summary
Senior Congress leader P Chidambaram failed on Wednesday to get immediate relief from the Supreme Court as the CJI bench will hear the petition, seeking protection from arrest in the INX media scam cases, on Friday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X