For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোল-বদলের পালা অব্যাহত, উদ্ধব ঠাকরের সমর্থনে কান্নাকাটির পর শিন্ডেকে ভোট সেনা বিধায়কের

ভোল-বদলের পালা অব্যাহত, উদ্ধব ঠাকরের সমর্থনে কান্নাকাটির পর শিন্ডেকে ভোট সেনা বিধায়কের

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের বিধানসভায় আস্থা ভোটে একনাথ শিন্ডের জয় শুধু সময়ের অপেক্ষা ছিল। আস্থা ভোটে একনাথ শিন্ডের জয়ের সঙ্গে সঙ্গে মহারাষ্ট্রের রাজনীতিতে কিছুটা স্থিরতা এসেছে বলে মনে করা যেতে পারে। তবে, এই আস্থা ভোটের আগের রাতেও শিবসেনা শিবিরে ভোল বদলের খেলা অব্যাহত ছিল। ঠিক এক সপ্তাহ আগে উদ্ধব ঠাকরের সমর্থনে সন্তোষ বাঙ্গার প্রকাশ্যে কেঁদেছিলেন, সেই তিনি আস্থার ভোটের আগের রাতে শিবসেনার বিদ্রোহী শিবিরে যোগ দেন।

শিবসেনা শিবিরে অব্যাহত ভোলবদল

শিবসেনা শিবিরে অব্যাহত ভোলবদল

মহারাষ্ট্রে রাজনৈতিক সঙ্কটের সময় উদ্ধব ঠাকরেকে ক্রমাগত সমর্থন করে গিয়েছিলেন সন্তোষ বাঙ্গার। মহারাষ্ট্রে বিধানসভায় আস্থাভোটের ঠিক আগের দিন গভীর রাতে বিদ্রোহী শিবিরে দেখতে পাওয়া যায় সন্তোষ বাঙ্গারকে। জানা যায়, মুম্বইয়ের যে হোটেলে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের অনুরাগীরা অবস্থান করছেন, সেখানে যান সন্তোষ বাঙ্গার। তিনি আনুষ্ঠানিকভাবে বিদ্রোহী শিবিরে যোগ দেন।

উদ্ধব ঠাকরের সমর্থনে কান্না বিধায়কের

উদ্ধব ঠাকরের সমর্থনে কান্না বিধায়কের

ঠিক এক সপ্তাহ আগেই উদ্ধব ঠাকরের সমর্থনে ক্যামেরার সামনে কেঁদেছিলেন মহারাষ্ট্রের শিবসেনা বিধায়ক সন্তোষ বাঙ্গার। ২৪ জুন যখন শিবসেনার সঙ্গে বিদ্রোহীদের উত্তেজনার পারদ বাড়ছে, সেই সময় বিধায়ক সন্তোষ বিধায়ক টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। তিনি নির্বাচনী কেন্দ্রের ভোটারদের উদ্ধব ঠাকরেকে সমর্থনের আহ্বান জানায়। সেই ভিডিওতে তাঁকে হাতজোড় করে কাঁদতে দেখা গিয়েছিল। ভিডিওতে তিনি বিদ্রোহীদের 'বিশ্বাসঘাতক' বলে মন্তব্য করেন। একনাথ শিন্ড ও বিদ্রোহী বিধায়কদের তিনি ফিরে আসার আবেদন করেন। ভিডিওতে সন্তোষ বাঙ্গারের পাশা থাকা এক অনুগামীকে তাঁর গাল রুমাল দিয়ে মুছিয়ে দিতে দেখা যায়।

আস্থাভোটে জয়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

আস্থাভোটে জয়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

মহারাষ্ট্রের বিধানসভায় আস্থা ভোটে জিততেন একনাথ শিন্ডে। ২৮৬ টি ভোটের মধ্যে একনাথ শিন্ডে পান ১৬৪টি ভোট। মহা বিকাশ আঘাদি জোট পান ৯৯টি ভোট। তিন জন বিধায়ক ভোটদান থেকে নিজেদের বিরত রেখেছিলেন।

সঞ্জয় রাউতের বার্তা

সঞ্জয় রাউতের বার্তা

আস্থা ভোটের ঠিক আগে জ্বলে উঠলেন সঞ্জয় রাউত। রাজনীতির মঞ্চে শিবসেনা যে এখনও অপ্রাসঙ্গিক হয়ে যাননি, তা তিনি মহারাষ্ট্রবাসীকে বুঝিয়ে দিতে চাইলেন। তিনি বলেন, শিবসেনার আদর্শে মারাঠা রক্ত আবার জ্বলে উঠবে। বালা সাহেব ঠাকরের আদর্শে শিবসেনা তাদের লড়াই চালিয়ে যাবে। ক্ষমতার জন্য শিবসেনার জন্ম হয়নি। শিবসেনার জন্য ক্ষমতার জন্ম হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ছয় মাসের মধ্যেই মহারাষ্ট্রে ফের নির্বাচন!

ছয় মাসের মধ্যেই মহারাষ্ট্রে ফের নির্বাচন!

মহারাষ্ট্রের বিধানসভায় আস্থাভোটের আগের দিন এনসিপি প্রধান শরদ পাওয়ার দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। তিনি বলেন, মহারাষ্ট্রে নতুন সরকারের ছয় মাসের মধ্যে পতন হতে পারে। তাই মধ্যবর্তী নির্বাচনের জন্য তিনি দলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন।

নূপুর শর্মাকে গ্রেফতার করতে হবে , দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের নূপুর শর্মাকে গ্রেফতার করতে হবে , দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

English summary
Sena MLA cried on camera for Uddhav Thackeray switched sides in trust vote
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X