করোনা ভাইরাস থেকে বাঁচতে গডম্যানের সেলফ আইসোলেশন, হাসাহাসিকে করলেন কটাক্ষ
এবার করোনা ভাইরাস নিয়ে নিজের বক্তব্য প্রকাশ করলেন পলাতক গডম্যান নিত্যানন্দের। নিজের আশ্রমে ধর্ষণ এবং অত্যাচারে অভিযুক্ত তিনি। যাঁরা তার সেলফ আইসোলেশনে যাওয়া নিয়ে হাসি তামাশা করছিলেন, তাঁরাই এবার কোয়ারেন্টাইনে যাওয়ার রাস্তা খুঁজছেন বলে জানিয়েছেন তিনি।

ভগবান রক্ষা করেছেন
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশের কিছু মানুষ তাঁর প্রতিষ্ঠিত নতুন দেশ কৈলাসাতে যাওয়া নিয়ে হাসি, তামাশা করেছিলেন। এখন সারা বিশ্ব সামাজিক দূরত্বের কথা বলছে। ভগবান পরমশিবম সবাইকে রক্ষা করেছেন। এটাই ভগবানের শক্তি। বলেছেন তিনি।

ডিসেম্বরে দ্বীপ কেনার দাবি
গত ডিসেম্বরে তাঁর আশ্রমের ওয়েবসাইটে দাবি করা হয়েঠিল নিত্যানন্দ ইকুয়েডরের থেকে একটি দ্বীপ কিনেছেন, নাম দিয়েছেন কৈলাসা। যাকে তিনি হিন্দু রাষ্ট্র হিসেবেও ঘোষণা করেন। সঙ্গে পতাকা, পাসপোর্ট এবং প্রতীকও ঘোষণা করেছিলেন তিনি।

তদন্তে নেমে অথৈজলে তদন্তকারীরা
এরপরেই তদন্তে নেমে অথৈজলে পড়ে যান তদন্তকারীরা। পালিয়ে যাওয়া গডম্যানের খোঁজে তদন্ত শুরু হতেই দেখা যায় তার পাসপোর্টের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ইন্টারপোলের তরফ থেকে ব্লু কর্নার নোটিশ জারি করা হয়েছে।
গুজরাতের আশ্রমে শিশুদের অপহরণ করে আটকে রাখার অভিযোগে, তাকে খুঁজছে সেরাজ্যের পুলিশ।

গডম্যানের সেলফ আইসোলেশন
দ্বীপে জীবন কাটানোকেই সেলফ আইসোলেশন বলে বর্ণনা করেছেন স্বঘোষিত গডম্যান।