For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীমাঞ্চল এক্সপ্রেসে মৃতের সংখ্যা ভয়াবহ আকার নিতে পারে, খালের জলে ডুবে ৩ কমরা

ভোররাতে বিহারের শাহাদাই বুজার্গ- এলাকায় লাইনচ্যূত হল যোগবানী-আনন্দ বিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেস। যার জেরে ৬ জনের কমপক্ষে মৃত্যু হয়েছে।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

যোগবানী-আনন্দ বিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেসেরর লাইনচ্যূত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা ভয়াবহ আকার নিতে পারে। কারণ এই মর্মান্তিক দুর্ঘটনায় লাইনচ্যূত তিনটি কামরা খালের জলে ডুবে গিয়েছে। এই কামরায় থাকা যাত্রীদের পরিণতি নিয়ে গভীর উদ্বেগ ছড়িয়েছে। আজ ভোররাতে দিল্লিমুখী যোগবানী-আনন্দ বিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেস লাইনচ্যূত হয়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। লাইনচ্যূত কামরার মধ্যে অসংখ্য মানুষ আটকে আছেন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। ইতিমধ্যে বহু জখম মানুষকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে বিহারের শাহাদাই বুজার্গ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভোররাতে বিহারে ট্রেন দুর্ঘটনা

বাজেট পেশের দিনই জয়পুরে একটি ট্রেন লাইনচ্যূত হয়েছিল। কিন্তু, তাতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার ভোররাতে বিহারের সাহাদাই বুজার্গ-এ যে ট্রেন দুর্ঘটনা হয়েছে তাতে লাইনচ্যূত কামরার মধ্যেই আটকে আছেন অসংখ্য মানুষ। এদের মধ্যে কিছু জনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছ। জখমদের মধ্য়ে বহুজনের অবস্থাই আশঙ্কাজনক। রেলের তরফে একটি হেলপ লাইনও খোলা হয়েছে। তার নম্বর হল সোনপুর- ০৬১৫৮২২ ১৬৪৫, হাজিপুর- ০৬২২৪২৭২২৩০, বারাউনি- ০৬২৭৯২৩২২২।

সোনপুর ডিভিশন থেকে পাওয়া খবরের সূত্রে জানা গিয়েছে, রাত ৩.৫২টায় মেহনার রোড পার করে ট্রেনটি। এর ছয় মিনিট পরেই শাহাদাই বুজার্গ এলাকায় লাইনচ্যূত হয় যোগবানী-আনন্দ বিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেস। লাইনচ্যূত ৯টি কামরার মধ্যে রয়েছে এস ৮, এস ৯, এস ১০ ও একটি জেনারেল কামরা এবং এসি-বি ৩ কামরা।

<span class=[আরও পড়ুন:Live : সীমাঞ্চল এক্সপ্রেস দুর্ঘটনায় উদ্ধার কাজ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, চলছে পাথর বৃষ্টি]" title="[আরও পড়ুন:Live : সীমাঞ্চল এক্সপ্রেস দুর্ঘটনায় উদ্ধার কাজ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, চলছে পাথর বৃষ্টি]" />[আরও পড়ুন:Live : সীমাঞ্চল এক্সপ্রেস দুর্ঘটনায় উদ্ধার কাজ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, চলছে পাথর বৃষ্টি]

দুর্ঘটনার খবর আসতেই সোনপুর ও বারাউনি থেকে চিকিৎসকদের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছয়। পাঠানো হয়েছে রিলিফ ট্রেন। ভোররাতে দুর্ঘটনা ঘটায় উদ্ধার কাজেও বিলম্ব হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারাই ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে।

[আরও পড়ুন: সবধরনের সাহায্যের নির্দেশ নীতীশকুমারের, ট্রেন দুর্ঘটনায় কীভাবে চলছে উদ্ধার, দেখুন ][আরও পড়ুন: সবধরনের সাহায্যের নির্দেশ নীতীশকুমারের, ট্রেন দুর্ঘটনায় কীভাবে চলছে উদ্ধার, দেখুন ]

টুইটারে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, 'যোগবানী-আনন্দ বিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেসের ৯টি কামরা লাইনচ্যূত হওয়ার ঘটনায় উদ্ধার ও ত্রাণ কাজ শুরু হয়েছে। বিহারের শাহাদাই বুজার্গ এলাকায় এই ঘটনা ঘটেছে।'

[আরও পড়ুন: লাইনচ্যূত সীমাঞ্চল এক্সপ্রেসের ৩টি কামরা জলে ডুবে, বহু যাত্রীর ভয়াবহ পরিণতির আশঙ্কা ][আরও পড়ুন: লাইনচ্যূত সীমাঞ্চল এক্সপ্রেসের ৩টি কামরা জলে ডুবে, বহু যাত্রীর ভয়াবহ পরিণতির আশঙ্কা ]

[আরও পড়ুন: রেল লাইনে ফাঁটলেই লাইনচ্যূত সীমাঞ্চল এক্সপ্রেস, জানাল রেল, ক্ষতিপূরণ ঘোষণা ][আরও পড়ুন: রেল লাইনে ফাঁটলেই লাইনচ্যূত সীমাঞ্চল এক্সপ্রেস, জানাল রেল, ক্ষতিপূরণ ঘোষণা ]

English summary
Jogbani-Anand Bihar Terminal Seemanchal Express is derailed in Sahadai Buzurg in Bihar. The news ha s come that nine bogies are derailed and 6 dead so far. More people are trapped. Death toll may be increased.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X