For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে ফিরল জঙ্গি হানার স্মৃতি! নৌকা থেকে উদ্ধার AK 47-গুলি-বিস্ফোরক, জঙ্গি হানার আশঙ্কায় হাই অ্যালার্ট

মহারাষ্ট্রের (Maharashtra) রায়গড় (Raigad ) জেলার হরিহরেশ্বর উপকূলের কাছে একটি সন্দেহজনক নৌকা (boat) থেকে একাধিক একে ৪৭ রাইফেল-সহ বেশ কিছু অস্ত্র (ammunition) উদ্ধার করা হয়েছে। এরপরেই আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের (Maharashtra) রায়গড় (Raigad ) জেলার হরিহরেশ্বর উপকূলের কাছে একটি সন্দেহজনক নৌকা (boat) থেকে একাধিক একে ৪৭ রাইফেল-সহ বেশ কিছু অস্ত্র (ammunition) উদ্ধার করা হয়েছে। এরপরেই আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। পাশাপাশি রায়গড় এবং সংলগ্ন জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

তদন্ত চালাচ্ছে পুলিশ

প্রশ্নের উত্তরে রায়গড়ের এসপি অশোক ধুধে জানিয়েছেন, হরিহরেশ্বর সৈকতের কাছে নৌকায় একে ৪৭ রাইফেল পাওয়া গিয়েছে। তবে নৌকাটি স্পিড বোড না অন্য কিছু সেব্যাপারে তিনি কিছু বলেননি। তবে এব্যাপারে তদন্ত চলার কথা জানিয়েছেন তিনি। জায়গাটি মুম্বই থেকে প্রায় ২০০ কিমি দূরে এবং পুনে থেকে ১৭০ কিমি দূরে।

অনুমতি নেওয়া হয়নি উপকূলরক্ষী বাহিনীর

অনুমতি নেওয়া হয়নি উপকূলরক্ষী বাহিনীর

সূত্রের খবর অনুযায়ী, যে নৌকাটা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে, সেটি অস্ট্রেলিয়ায় তৈরি। আরও জানা গিয়েছে, নৌকায় থাকা লোকেরা হরিহরেশ্বর সৈকতের কাছে তাদের যাওয়া নিয়ে উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে কোনও রকমের যোগাযোগ করেননি।

তদন্তে এটিএস

তদন্তে এটিএস

সংবাদ মাধ্যনের সঙ্গে কথা প্রসঙ্গে রায়গড়ের সাংসদ এবং বিধায়ক সুনীল তাটকরে এবং অদিতি তাটকরে জানিয়েছেন, বিষয়টি যাতে অ্যান্টি টেরর স্কোয়াড দেখে, তার জন্য তাঁরা অনুরোধ করেছেন। অন্যদিকে এটিএস প্রধান বিনীত আদরওয়াল বলেছেন, তারা নৌকায় অস্ত্র উদ্ধারের সঙ্গে
জঙ্গি যোগের বিষয়টি খতিয়ে দেখছেন। প্রাথমিক তদন্তে অনুমান, নৌকাটি ওমানে নথিভুক্ত। এটিএস প্রধান বলেছেন, এটি একটি অফিসিয়াল বোট বলেই তাদের মনে হচ্ছে। আবার জঙ্গিদের বোট হতে পারে। অন্য কোনও দেশের অন্তর্গতও হতে পারে। তবে নৌকাটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া
গিয়েছে। সব সম্ভাবনাই তারা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন এটিএস প্রধান।

নৌকার সূত্র সন্ধানে পুলিশ

নৌকার সূত্র সন্ধানে পুলিশ

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, নৌকাটি নেপচুন মেরিটাইম সিকিউরিটি লিমিটেডের। এই সংস্থা জাহাজের নিরাপত্তা দিয়ে থাকে। পুলিশের তরফে সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেই খবর। নেপচুন মেরিটাইম সিকিউরিটি লিমিটেড খুব তাড়াতাড়ি এব্যাপারে বিবৃতি প্রকাশ করতে পারে বলে জানা গিয়েছে।

English summary
Security tightened in Raigad district and nearby areas in Maharashtra Coast after a suspected boat with ammunition found
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X