For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্ট্রংরুমের বাইরে ল্যাপটপ নিয়ে বিএসএফ জওয়ান! বিজেপি শাসিত রাজ্যে কংগ্রেসের অভিযোগে চাঞ্চল্য

ইভিএম স্ট্রংরুমের বাইরে ল্যাপটপ কম্পিউটার ব্যবহারের অভিযোগ। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল বিএসএফ-এর এক সাবইনস্পেক্টরকে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বেমেতাড়া জেলার মান্ডিতে।

  • |
Google Oneindia Bengali News

ইভিএম স্ট্রংরুমের বাইরে ল্যাপটপ কম্পিউটার ব্যবহারের অভিযোগ। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল বিএসএফ-এর এক সাবইনস্পেক্টরকে। ঘটনাটি ঘটেছে
ছত্তিশগড়ের বেমেতাড়া জেলার মান্ডিতে। কংগ্রেসের পক্ষ থেকে ইভিএম-এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

স্ট্রংরুমের বাইরে ল্যাপটপ নিয়ে বিএসএফ জওয়ান! বিজেপি শাসিত রাজ্যে কংগ্রেসের অভিযোগে চাঞ্চল্য

১৭৫ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান বিক্রম কুমার মেহতা ছত্তিশগড়ের বেমেতারার মান্ডিতে ইভিএম স্ট্রংরুমের বাইরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। মঙ্গলবার
বেলার দিকে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, স্ট্রংরুমের বাইরে এক বিএসএফ জওয়ান ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করছেন। কংগ্রেসের অভিযোগ পাওয়ার
পরেই স্থানীয় অফিসাররাই ব্যবস্থা নেন। বেমেতারার জেলাশাসক মহাদেহ খাড়ে সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের সামনেই সেই ল্যাপটপটি বাজেয়াপ্ত করা হয়। সরিয়ে দেওয়া হয় দায়িত্বপ্রাপ্ত সাব ইনস্পেক্টরকেও। সেখানে অন্য কর্মী নিয়োগ করা হয়।

ল্যাপটপ এবং তার মধ্যে থাকা তথ্য আধিকারিকরা খতিয়ে দেখেন। সাহায্য নেওয়া হয় টেকনিক্যাল এক্সপার্টদেরও। জানিয়েছেন জেলাশাসক।

বেমেতারা, নাওয়াগড়, সাজা, এই তিনটি বিধানসভা কেন্দ্রের ইভিএম রাখা হয়েছে বেমেতারার স্ট্রংরুমে।

১২ এবং ২০ নভেম্বর ছত্তিশগড়ের নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটগণনা করা হবে ১১ ডিসেম্বর।

English summary
Security staff Allegedly Found Using Laptop Outside EVM Strongroom In Chhattisgarh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X