For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওড়িশার ভিআইপি মন্ত্রীকে জুতো পরিয়ে দিলেন তাঁর নিরাপত্তারক্ষী

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ভুবনেশ্বর, ১৬ অগাস্ট: তিনি ভিআইপি, তাই তিনি চাইলেই তাঁর নিরাপত্তারক্ষী তাঁকে জুতোও পরিয়ে দিতে পারেন। ৭০ তম স্বাধীনতা দিবসে এভাবেই ক্ষমতার অপব্যববার করলেন ওড়িশার এক মন্ত্রী। তবে এই ঘটনা প্রথমবার ঘটছে না। বিভিন্ন রাজ্যে মন্ত্রীদের এহেন আচরণ অতীতেও বহুবার দেখা গিয়েছে।[রসগোল্লা তুমি কার? জোর তরজা ওড়িশা-পশ্চিমবঙ্গের মধ্যে!]

গতকাল ওড়িশার মন্ত্রী যোগেন্দ্র বেহেরা জাতীয় পতাকা উত্তোলনের পর মঞ্চ থেকে যখন নেমে আসেন তখন তার নিরাপত্তারক্ষী তাঁকে জুতো পরিয়ে দেন। এই ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই বিতর্ক শুরু হয়ে যায়। বিভিন্ন সোস্যাল মিডিয়াতেও এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন যোগেন্দ্র বেহেরা।

ওড়িশার ভিআইপি মন্ত্রীকে জুতো পরিয়ে দিলেন তাঁর নিরাপত্তারক্ষী

এই ঘটনার পরেও কোনও প্রকার অনুশোচনা বা দুঃখ প্রকাশ না করেই মন্ত্রী জানান, " জাতীয় পতাকা আমি উত্তোলন করেছিলাম, নিরাপত্তারক্ষী নয়। তাই আমিই ভিআইপি"। এই মন্তব্যের পরে বিতর্ক আরও বেড়ে যায়।[কেন প্রতিবার ঘূর্ণিঝড়ের আলাদা নাম দেওয়া হয় জানেন কি? জেনে নিন]

ওড়িশায় ক্ষমতাশীল বিজেডি-র রাজ্য মন্ত্রিসভার সদস্যরাও এই ঘটনায় যথেষ্ট বিড়ম্বনায় পড়ে যান। বিজেপি-র বিরোধী দলনেতা বিশ্বভূষণ হরিচন্দন জানান, "একজন মন্ত্রীর কাছ থেকে এধরনের আচরণ কখনই আশা করা যায় না"। অপরদিকে বিজেডি-র অন্য এক মন্ত্রী এস পাত্র অবশ্য যোগেন্দ্র বেহেরার সপক্ষে বলেন."বয়স জনিত কারণে তাঁর হাঁটুতে সমস্যা রয়েছে। তাই নিজে জুতো পরতে পারেন না। নিরাপত্তারক্ষী সেজন্যই তাঁকে জুতো পরতে সাহায্য করেছিলেন"।[ওড়িশায় ডাইনি সন্দেহে প্রৌঢ়াকে বিবস্ত্র করে মারধর, অত্যাচার চলল ১২ ঘন্টা]

English summary
security officer straps odisha minister shoes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X