For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযান, মৃত সাঞ্ঝুয়ান হামলায় মূল অভিযুক্ত

সেনার গুলিতে মারা পড়ল সাঞ্ঝুয়ানে সেনা শিবিরে হামলার মূল অভিযুক্ত। মৃত জঙ্গির নাম মুফতি ওয়াকাস। বিশেষ সূত্রে খবর পেয়ে সেনা-পুলিশ-সিআরপিএফের যৌথ অভিযান হয় পুলওয়ামার অবন্তিপুরায়।

  • |
Google Oneindia Bengali News

সেনার গুলিতে মারা পড়ল সাঞ্ঝুয়ানে সেনা শিবিরে হামলার মূল অভিযুক্ত। মৃত জঙ্গির নাম মুফতি ওয়াকাস। সেনা মুখপত্র জানিয়েছেন, বিশেষ সূত্রে খবর পেয়ে সেনা-পুলিশ-সিআরপিএফের যৌথ অভিযান হয় পুলওয়ামার অবন্তিপুরার হাতওয়ারে। সেখানেই গুলি যুদ্ধে মারা যায় জৈশ জঙ্গি।

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযান, মৃত সাঞ্ঝুয়ান হামলায় মূল অভিযুক্ত

কাশ্মীরের আইজি এসপি পানি জানিয়েছেন, জৈশ-ই-মহম্মদের অপারেশন কমান্ডার ওয়াকাসকে অবন্তিপুরায় খতম করা হয়েছে। সাঞ্ঝুয়ানে সেনা শিবিরে হামলা ছাড়াও, জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ওপর বহু হামলার পিছনে ওই জঙ্গি জড়িত ছিল বলে জানিয়েছেন তিনি। মৃত জঙ্গির কাছ থেকে অস্ত্র ছাড়াও আইইডিও উদ্ধার করা হয়েছে।
সাঞ্ঝুয়ান ছাড়াও লেথপোরা, পুলওয়ামা পুলিশ লাইনে হামলা এবং শ্রীনগর এয়ারপোর্টের বিএসএফ ক্যাম্পে হামলার পিছনেও ছিল এই জঙ্গি, টুইটে জানিয়েছেন কাশ্মীরের ডিজিপি এসপি বেদ।

এই জঙ্গি নিকেশে সাধারণ বাসিন্দাদের কোনও ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে সেনার তরফে। যেই এলাকায় সোমবারের অভিযানে এই জঙ্গি মারা পড়ে, একই জায়গাতেই ডিসেম্বরে সেনা অভিযানে মারা গিয়েছিল জৈশ-এর অপর কমান্ডার নূর মহম্মদ তান্ত্রে।

১০ ফেব্রুয়ারি বেশ কয়েকজন জৈশ জঙ্গি অস্ত্র নিয়ে জম্মুর সেনা শিবিরে হামলা চালায়। অটোমেটিক রাইফেল থেকে গুলি চালানো ছাড়াও গ্রেনেডও ছোঁড়া হয়েছিল। এই হামলায় হামলাকারী তিন জঙ্গিকে নিকেশ করেছিল নিরাপত্তা বাহিনী। হামলায় ছয় সেনা ছাড়াও এক সাধারণ বাসিন্দার মৃত্যু হয়েছিল।

English summary
Security forces shot dead top Jaish commander allegedly mastermind Sunjuwan army camp attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X