For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের জঙ্গি মলার আশঙ্কা! পাঠানকোটে জারি হাই-অ্যালার্ট

ফের জঙ্গি হামলার সতর্কতা পাঠানকোটে। স্থানীয়দের দাবি, তাঁরা দুই সশস্ত্র ব্যক্তিকে রাতে ঘোরাঘুরি করতে দেখেছেন। স্থানীয় এক ব্যক্তি দাবি করেছেন, তিনি দুই সশস্ত্র ব্যক্তিকে কাঠুয়ার কাছে ছেড়েও দেন।

  • |
Google Oneindia Bengali News

ফের জঙ্গি হামলার সতর্কতা পাঠানকোটে। স্থানীয়দের দাবি, তাঁরা দুই সশস্ত্র ব্যক্তিকে রাতে ঘোরাঘুরি করতে দেখেছেন। স্থানীয় এক ব্যক্তি দাবি করেছেন, তিনি দুই সশস্ত্র ব্যক্তিকে কাঠুয়ার কাছে ছেড়েও দেন। স্থানীয় পুলিশ ছাড়াও সেনা বাহিনীর তরফ থেকেও তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

ফের জঙ্গি মলার আশঙ্কা! পাঠানকোটে জারি হাই-অ্যালার্ট

পাঠানকোটের সিনিয়র পুলিশ সুপার বিবেক শীল সোনি জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। স্থানীয় এক যুবক জানিয়েছেন, তিনি দুই সশস্ত্র ব্যক্তিকে কাটুয়ায় স্থানান্তরে সাহায্য করেছেন। তিনি ভয়েই এই কাজ করেছেন বলে জানিয়েছেন। স্থানীয়দের অনুমান, এই দুই ব্যক্তি সন্ত্রাসবাদী হতে পারে।

পাঠানকোট এবং গুরদাসপুর, পঞ্জাবের এই দুই জেলাই আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত। পাঠানকোটের স্থানীয় বাসিন্দা মাসকিন আলি পুলিশকে সেনার পোশাকে সন্দেহজনক দুই ব্যক্তির কথা জানান।

দুই ব্যক্তিকে সন্ত্রাসবাদী ধরে নিয়েই তদন্তে এগনো হচ্ছে বলে জানিয়েছেন পাঠানকোটের এসএসপি। পাঠানকোটের একাধিক জায়গায় বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

গুরদাসপুরের দিনানগর এবং পাঠানকোটের এয়ার বেসে যথাক্রমে ২০১৫-র জুলাই এবং ২০১৬-র জানুয়ারিতে হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা।

English summary
Security forces put the city of Pathankot on high alert after local claimed sighting suspected terrorists
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X