For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দেশবাসীর রক্ত গরম হচ্ছে, সুরক্ষাবাহিনীকে সমস্ত ছাড় দেওয়া রয়েছে', বার্তায় কোন ইঙ্গিত মোদীর

কাশ্মীরের পুলওয়ামায় নৃশংস জঙ্গি হামলার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বার্তায় জানিয়ে দেন 'জওয়ানদের আত্মবলিদান বৃথা যাবে না'।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরের পুলওয়ামায় নৃশংস জঙ্গি হামলার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বার্তায় জানিয়ে দেন 'জওয়ানদের আত্মবলিদান বৃথা যাবে না'। আর ঘটনার রাত পোহাতেই ফের একবার স্পষ্ট বার্তায় ইসলামাবাদকে হুঁশিয়ারি দিলেন মোদী। এদিন দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দেন মোদী।

দেশবাসীর রক্ত গরম হচ্ছে, সুরক্ষাবাহিনীকে সমস্ত ছাড় দেওয়া রয়েছে, বার্তায় কোন ইঙ্গিত মোদীর

কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এখন একটাই সুর, 'বদলা চাই'। পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে পাকিস্তানী জঙ্গি সংগঠন জঈশ-এ-মহম্মদের আত্মঘাতী হামলার ঘটনায় ফুঁসে উঠেছে গোটা দেশ। কোথাও জওয়ানদের আত্মার শান্তি কামনায় কোথাও শোকমিছিল তো কোথাও ফের একবার সার্জিক্যাল স্ট্রাইকের দাবি উঠছে দেশের বিভিন্ন অংশ থেকে। এমন পরিস্থিতিতে এদিন দেশের প্রধানমন্ত্রী বলেন, ' দেশবাসীর রক্ত গরম হচ্ছে। এটা আমি বুঝতে পারছি। আমাদের সুরক্ষাবাহিনীকে পুরোপুরি ছাড় দেওয়া রয়েছে।'

[আরও পড়ুন: পুলওয়ামার হামলার পরই আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ভেসে এল সমর্থন, শুরু তুমুল বিতর্ক ][আরও পড়ুন: পুলওয়ামার হামলার পরই আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ভেসে এল সমর্থন, শুরু তুমুল বিতর্ক ]

উল্লেখ্য, মোদীর এই বক্তব্য থেকে খুবই স্পষ্ট উরির পর পুলওয়ামার জবাব দিতেও একচুলও পিছপা হচ্ছেনা ১৩০ কোটির দেশ। সুরক্ষাবাহিনীকে সমস্ত রকমের ছাড় দেওয়ার বার্তা দিয়েই মোদী কার্যত এদিন স্পষ্ট করে দেন যে প্রতিরক্ষা বিষয়ে পুলওয়ামার জবাব দিতে কতটা মুখিয়ে রয়েছে সরকার। এদিকে খবর, ইতিমধ্যেই কাশ্মীর উপত্যকার বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে সুরক্ষাবাহিনীর তল্লাশি অভিযান। পৌঁছে গিয়েছে এনএসজি কমান্ডো বাহিনী। শুরু হয়েছে ঘটনার তদন্ত। উল্লেখ্য, এর আগে সার্জিক্যাল স্ট্রাইকের সময়, সেনার হাতে গোটা বিষয়ের ব্লু প্রিন্ট তৈরি কার ছাড় দেয় মোদী সরকার। আর এদিন সেনাকে 'স্বাধীনতা দেওয়া'-র মন্তব্য ঘিরে সেরকমই কোনও বার্তা কি প্রধানমন্ত্রী দিতে চাইলেন? এটাই এখন লাখ চাকার প্রশ্ন।

[আরও পড়ুন: নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি, পুলওয়ামা সন্ত্রাসের উচিত জবাব দেওয়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর][আরও পড়ুন: নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি, পুলওয়ামা সন্ত্রাসের উচিত জবাব দেওয়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর]

[আরও পড়ুন: চোখে জল নিয়েও সগর্বে ছেলেকে এবার শেষবার দেখার পালা! বারাণসী থেকে পাঞ্জাবে স্বজনহারার কান্না][আরও পড়ুন: চোখে জল নিয়েও সগর্বে ছেলেকে এবার শেষবার দেখার পালা! বারাণসী থেকে পাঞ্জাবে স্বজনহারার কান্না]

English summary
Our security forces have been given full freedom says Modi on Pulwama attack.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X