For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে জারি সতর্কতা! ১৭ টি জায়গা স্পর্শকাতর বলে চিহ্নিত

মাঝে মাত্র দুদিন। তারপরেই স্বাধীনতা দিবস উদযাপন। এব্যাপারে দিল্লি পুলিশকে সতর্ক করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মাঝে মাত্র দুদিন। তারপরেই স্বাধীনতা দিবস উদযাপন। এব্যাপারে দিল্লি পুলিশকে সতর্ক করা হয়েছে। বিভিন্ন নিরাপত্তা সংস্থাগুলির তরফে সম্ভাব্য হামলা নিয়ে সতর্ক করা হয়েছে। লালকেল্লার মতো জায়গাগুলিকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে।

 স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে জারি সতর্কতা! ১৭ টি জায়গা স্পর্শকাতর বলে চিহ্নিত

সূত্রের খবর অনুযায়ী, লালকেল্লার তিন কিমি ব্যাসার্ধের মধ্যে জঙ্গি হামলার বিষয়ে সতর্ক করা হয়েছে দিল্লি পুলিশকে। দিল্লির ১৭টি জায়গাকে স্পর্শকাতর বলেও চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি দেশের সব বড় বিমানবন্দরগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেশে ইতিমধ্যেই আফগান পাসপোর্ট নিয়ে দু থেকে চার জঙ্গি ভারতে প্রবেশ করে থাকতে পারে। দিল্লির পার্শ্ববর্তী রাজ্যগুলিকে সতর্ক করে বলা হয়েছে, দিল্লিগামী বাসে বিশেষ নজরদারি চালাতে।
অন্যদিকে গুজরাত সরকারের তরফে পুলিশকে ইদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। গুজরাতের মুখ্যসচিব এবং ডিজিপি ইতিমধ্যেই ভিডিও
কনফারেন্সের মাধ্যমে পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। বিশেষ করে নজর দেওয়া হচ্ছে সীমান্তের জেলা এবং জলসীমায়।

সারা দেশেই বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে কারণ ইতিমধ্যেই সংসদে ৩৭০ ধারা বিলোপ এবং জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করার ব্যাপারে বিল পাশ হয়েছে। ফলে সেখানকার জঙ্গিরা হামলা চালাতে পারে বলে অনুমান।

English summary
Security alerts through out the country ahead of Independence Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X