For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উরি-র মতো হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা, কী রিপোর্ট সেনাপ্রধানের কাছে

কাশ্মীরের উরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলার মতো ঘটনা ঘটানোর ছক কষছে জঙ্গিরা।

  • |
Google Oneindia Bengali News

গতবছরের সেপ্টেম্বরে কাশ্মীরের উরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলার মতো ঘটনা ঘটানোর ছক কষছে জঙ্গিরা। সীমান্তের ওপার থেকে হামলার ছক কষার গোপন রিপোর্ট ভারতীয় সেনার হাতে এসেছে বলে জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। জম্মু ও কাশ্মীরে পাকিস্তান সীমান্তে নিরাপত্তা যে বড় চিন্তার কারণ হয়ে উঠেছে সেটাও সেনাপ্রধানের কথায় স্পষ্ট।

উরি-র মতো হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা

সংবাদসংস্থা এএনআই সেনাপ্রধান রাওয়াতকে উদ্ধৃত করে লিখেছে, উরির মতো হামলার ছক কষা চলছে। সেই রিপোর্টও আমাদের হাতে এসেছে। ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার নিয়ে চেকিং চলছে সবসময়। শুধু সীমান্তে নয়, নানা প্রান্তে নজরদারি চলছে।

গতবছরের সেপ্টেম্বরে উরির সেনা ছাউনিতে হামলায় ১৯জন সেনা শহিদ হন। তার বদলা নিতে সেপ্টেম্বরের শেষেই সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। মোট সাতটি জঙ্গি লঞ্চ প্যাড গুড়িয়ে দেওয়া হয়। নিকেশ করা হয় বহু জঙ্গিকে।

বছর ঘুরতে না ঘুরতেই ফের পাকিস্তানের সীমান্তের ওপার থেকে জঙ্গিরা এদেশে ঢুকতে ওঁত পেতে রয়েছে। এদেশে অনুপ্রবেশ করলেই তাদের ধরতে সজাগ ভারতীয় সেনাও। সেনাপ্রধান রাওয়াত বলেছেন, ওপারে জঙ্গিরা তৈরি এদেশে ঢুকতে। এদিকে আমরা তৈরি জঙ্গিদের ধরতে।

English summary
Security agencies were getting reports of terror plans like the Uri attack from Pakistani soil, says Army chief Bipin Rawat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X