For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৫ ফেব্রুয়ারি পর্যন্ত অযোধ্যায় জারি ১৪৪ ধারা

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব আইনের প্রতিবাদের অগ্নিগর্ভ উত্তরপ্রদেশ। ইতিমধ্যেই গোটা রাজ্যে মৃতের সংখ্যা ১৯ছাড়িয়েছে। পাশাপাশি একাধিক জায়গায় অশান্তির ঘটনায় গ্রেফতার ১১০০-র বেশি। একইসাথে আটক করা হয়েছে ৫,৫০০ জন। চলতি সপ্তাহে ইন্টারনেট বন্ধ করা হয়েছে ২১টি জেলায়।

নাগরিকত্ব সংকটের মাঝেই নতুন বছরেও ১৪৪ ধারা জারি অযোধ্যায়


এমতাবস্থায় উত্তরপ্রদেশের অযোধ্যায় নতুন অশান্তি ঠেকাতে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে চলেছে ১৪৪ ধারা। এদিন একটি সরকারি নির্দেশিকার মাধ্যমে এমনটাই জানানো হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেট অনুজ কুমার ঝাঁ পাকাপাকি ভাবে অযোধ্যায় ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত ১৪৪ ধারা জারির উপরে সিলমোহর দেন। এরফলে ওই নির্দিষ্ট সময় পর্যন্ত অযোধ্যায় রাজনের বেশি লোকের কোনও মিটিং বা সমাবেশ পুরোপুরি নিষিদ্ধ।

সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে উত্তরপ্রদেশে । এদিন একাধিক জায়গায় নতুন করে অশান্তির ঘটনা ঘটলে প্রশাসনিক ভাবে এই সিদ্ধান্ত জানানো হয়। এই নয়া আইনের মাধ্যমে ৩১ ডিসেম্বর, ২০১৪ বা তার আগে ভারতের পার্শ্ববর্তী দেশ যেমন পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে অমুসলিম যেকোনো সম্প্রদায় যেমন হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ এবং খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

English summary
in the midst of the citizenship crisis, section 144 issued in Ayodhya In the new year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X