For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাথরস বিক্ষোভ ঠেকাতে ইন্ডিয়া গেট চত্বরে জারি ১৪৪ ধারা, বিনা অনুমতিতে জমায়েতে নিষেধাজ্ঞা যন্তরমন্তরে

হাথরস বিক্ষোভ ঠেকাতে ইন্ডিয়া গেট চত্বরে জারি ১৪৪ ধারা, বিনা অনুমতিতে জমায়েতে নিষেধাজ্ঞা যন্তরমন্তরে

  • |
Google Oneindia Bengali News

নয়া কৃষি বিল ও হাসরথ গণধর্ষণ কাণ্ডের রেশ ধরে গোটা দেশেই ক্রমে পুঞ্জীভূত হচ্ছে বিজেপি বিরোধী ক্ষোভ। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি সহ একাধিক রাজ্যে গত সপ্তাহে একটানা কৃষক আন্দোলনের পর এখন উত্তরপ্রদেশের হাথরসের দলিত কিশোরীর গণধর্ষণের প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। এমতাস্থায় কোনোরকম বিক্ষোভ ও জমায়েত এড়াতে দিল্লির ইন্ডিয়া গেট চত্বরে জারি করা হল ১৪৪ ধারা। শুক্রবার একট বিবৃতি জারি করে একথা জানান দিল্লি পুলিশের ডিসিপি আইশ সিংহল।

হাথরস বিক্ষোভ ঠেকাতে ইন্ডিয়া গেট চত্বরে জারি ১৪৪ ধারা, বিনা অনুমতিতে জমায়েতে নিষেধাজ্ঞা যন্তরমন্তরে

একইসাথে যন্তর মন্তরেরও সাধারণ মানুষের জমায়েতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানা যাচ্ছে। আগামীদিনে সেখানে সর্বোচ্চ ১০০ জন পর্যন্ত শর্তসাপেক্ষে জমায়েতের অনুমতি দেওয়া হতে পারে বলেও দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে। তবে কোনও মিটিং-মিছিল থাকলে সেই ক্ষেত্রে পুলিশের তরফে আগাম অনুমতিরও প্রয়োজন রয়েছে। এদিকে হাসরাথ গণধর্ষণের প্রতিবাদে এদিনই ইণ্ডিয়া গেট চত্বরে প্রতিবাদ কর্মসূচীর ডাক দেয় দিল্লির আম আদমি পার্টি বা আপ।

আপের টুইটার হ্যান্ডেল থেকেই বিষয়ে অফিসিয়াল টুইটও করা হয়। বিকেল পাঁচটার সময় ডাক দেওয়া হয়ন মিছিলের। ওয়াকিবহালের ধারণা তা ঠেকাতেই আগেভাগে দিল্লিতে ১৪৪ ধারা জারি করল কেন্দ্র। এর আগে ২০১২ সালে নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের সময়েও উত্তাল হয় দিল্লি। ইন্ডিয়া গেট চত্বরেই সরকার বিরোধী বড়সড় মিছিলের ডাক দেয় একাধিক নাগরিক মঞ্চ। সপ্তাহভর চলা সেই আন্দোলনে পা মেলায় লক্ষাধিক মানুষ। এদিকেতি সপ্তাহের সোমবার সকালেই কৃষি বিল বিরোধী বিক্ষোভের আঁচ এসে পৌঁছয় দিল্লিতে। ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টর জ্বালিয়ে দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। ওয়াকিবহাল মহলের ধারণা বর্তমানে দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিকে সামাল দিতেই আগেভাগে প্রস্তুতি সেরে রাখছে কেন্দ্র।

রেল কমিটি প্রতারণা মামলায় মুকুল রায়কে ছাড়, সিট-এর চার্জশিট ঘিরে রাজনৈতিক জল্পনা রেল কমিটি প্রতারণা মামলায় মুকুল রায়কে ছাড়, সিট-এর চার্জশিট ঘিরে রাজনৈতিক জল্পনা

English summary
section 144 was issued at the india gate premises in delhi to stop the hathras protests
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X