For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ নিয়ে আগেই সতর্ক প্রশাসন! দক্ষিণের রাজধানী শহরে জারি হচ্ছে ১৪৪ ধারা

বেঙ্গালুরুতে আগেভাগেই সতর্ক প্রশাসন। তাই বৃহস্পতিবার থেকে শহরে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। যা বলবত থাকবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

  • |
Google Oneindia Bengali News

সারা দেশেই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। বাদ যাচ্ছে না দক্ষিণ ভারত। বিভিন্ন শহরে যে বিক্ষোভ চলছে, তার মধ্যে রয়েছে বেঙ্গালুরুও। সেখানেও ইতিমধ্যেই একাধিক বিক্ষোভ হয়েছে। কিন্তু সেখানে আগেভাগেই সতর্ক প্রশাসন। তাই বৃহস্পতিবার থেকে শহরে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। যা বলবত থাকবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ নিয়ে আগেই সতর্ক প্রশাসন! দক্ষিণের রাজধানী শহরে জারি হচ্ছে ১৪৪ ধারা

গত কয়েকদিনে কর্নাটকের রাজধানী শহরে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অনেকগুলি বিক্ষোভ হয়েছে। এর আগে মেঙ্গালুরু পুলিশ ২০ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা বলবত করেছে।

আইনের মধ্যে থেকেই মানুষকে তাদের মতামত প্রকাশের আহ্বান জানিয়েছেন মেঙ্গালুরুর পুলিশ কিশনার পিএস হার্ষা। তিনি অনুমতি বিহীন বিক্ষোভের ব্যাপারে সতর্ক করেছেন।

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ২০ ও ২৩ ডিসেম্বর বড় সংখ্যায় জমায়েতের ডাক দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের কাছে অনুমতি চেয়ে এখনও কোনও আবেদন জমা পড়েনি। যেসব জায়গা থেকে এগুলি প্রচার করা হচ্ছে, তাদের প্রশ্ন করা হলে, তারা জানাচ্ছে সেরকম কোনও বিক্ষোভের পরিকল্পনা নেই। জানাচ্ছেন পুলিশ কমিশনার।

পুলিশ কমিশনার জানিয়েছেন, পুলিশ ছয় থেকে সাতটি আবেদনপত্র পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাচাই করে বিক্ষোভ দেখানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে। দিন দুয়েক আগেই বেঙ্গালুরু পুলিশ ৩৮ জন বিক্ষোভকারীকে আটক করেছিল আইনভঙ্গের অভিযোগে।

English summary
Section 144 to be imposed in Bengaluru for the next three days till December 21
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X