For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্য বিচারপতিকে যৌন হেনস্থা মামলায় ক্লিনচিট! সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভের পর জারি ১৪৪ ধারা

যৌন হেনস্থা মামলায় সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈকে ক্লিনচিট দেওয়ায় সর্বোচ্চ আদালতের বাইরে চলল তুমুল বিক্ষোভ ও প্রতিবাদ।

  • |
Google Oneindia Bengali News

যৌন হেনস্থা মামলায় সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈকে ক্লিনচিট দেওয়ায় সর্বোচ্চ আদালতের বাইরে চলল তুমুল বিক্ষোভ ও প্রতিবাদ। যার জেরে জারি হয় ১৪৪ ধারা। একদল আইনজীবী ও মহিলা সমাজকর্মী বিক্ষোভ শুরু করেন এদিন সকাল থেকে।

মুখ্য বিচারপতিকে যৌন হেনস্থা মামলায় ক্লিনচিট! সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভের পর জারি ১৪৪ ধারা

যদিও বিক্ষোভ শুরু হতেই পুলিশ ব্যবস্থা নেয়। অবৈধ জমায়েত হটিয়ে দেয়। সংবাদ কভার করতে যাওয়া সাংবাদিকেরাও আটক হন। পরে তাদের ছেড়ে দেওয়া হলেও বিক্ষুব্ধ ৩০ জন মহিলা সমাজকর্মীকে আটক করে রাখে মন্দির মার্গ পুলিশ স্টেশনের আধিকারিকেরা।

আদালত চত্বরে ও বাইরে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তিন বিচারপতির ইন হাউস কমিটি মুখ্য বিচারপতিকে ক্লিন চিট দিয়েছে। যার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে এদিন।

প্রসঙ্গত, সোমবার তিন বিচারপতির ইন-হাউস এনকোয়ারি প্যানেল যৌন হেনস্থার অভিযোগ থেকে রেহাই দিয়েছে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-কে। তাঁর বিরুদ্ধে এক মহিলা কিছুদিন আগে যৌন হেনস্থার অভিযোগ এনে সরব হন। সেই অভিযোগ থেকে রেহাই দিয়ে মামলা খারিজ করে দেওয়া হয়। বিচারপতির প্যানেল জানিয়েছে, বরখাস্ত হওয়া সুপ্রিম কোর্টের প্রাক্তন কর্মীর অভিযোগে কোনও সারবত্তা ছিল না। ফলে অভিযোগ খারিজ করা হল।

English summary
Section 144 outside SC after protests against clean chit to CJI Ranjan Gogoi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X