For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি, অসমের পর উত্তরপ্রদেশের মউ-তে জারি ১৪৪ ধারা

দিল্লি, অসমের পর উত্তরপ্রদেশের মউ-তে জারি ১৪৪ ধারা

Google Oneindia Bengali News

অসম, উত্তর-পূর্ব, দিল্লির পর নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার আগুন ছড়াল উত্তরপ্রদেশে। এর জেরে উত্তরপ্রদেশের মউতে জারি করা হল ১৪৪ ধারা। সোমবার রাতে এখানেই সংশোধিত নাগরিক বিলের প্রতিবাদে আগুন লাগিয়ে দেওয়া হয় ১৫টি বাইকে। বিক্ষোভকারীরা পুলিশ স্টেশনেও তাণ্ডব চালায়। উত্তেজনার জেরে এলাকায় বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। হিংশা ছড়ানোর দায়ে আটক করা হয়েছে অন্ত ১৪ জনকে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি ওপি সিং বলেন, 'এই মুহূর্তে মউয়ের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী গতকাল বেশ কয়েকটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। অবশ্য সন্ধ্যার মধ্যে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'

উত্তরপ্রদেশের একাধিয় জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ

উত্তরপ্রদেশের একাধিয় জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ

সংশোধিত নাগরিক বিলের প্রতিবাদে গত কয়েকদিন থেকে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। অনেক জায়গাতেই প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডবা চালায় বিক্ষোভকারীরা। উস্কানিতে কান দিয়ে আগুন জ্বলেছে পশ্চিমবঙ্গ, দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশের একাংশে। উত্তরপ্রদেশের আলিগড়ে রবিবার থেকে বিক্ষোভ চলছিল। এবার তাতে যুক্ত হল মউ-এর নাম। এদিকে, আলিগড়ে মঙ্গলবার পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

আগুন ছড়িয়েছে মেরাট, সাহারনপুরেও

আগুন ছড়িয়েছে মেরাট, সাহারনপুরেও

আলিগড় ও মউ ছাড়া হিংসার আগুন ছড়িয়েছে উত্তরপ্রদেশের মেরাট, সাহারনপুরেও। এর জেরে আগিগড় ও মউ-এর পাশাপাশি এই জায়াগাগুলিতেও গুজব রটানো থামাতে বন্ধ করে দেওয় হয়েছে ইন্টারনেট পরিষেবা। মউ-তে পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরপ্রদেশ পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অশুতোষ পান্ডেকে যেতে বলা হয়েছে উত্তরপ্রদেশের সরকারের তরফে।

কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ

কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ

মউ-তে ইতিমধ্যে ঝামেলার কেন্দ্রস্থল হাজিপুরা চক এলাকাতে মানুষের আনাগোনা বন্ধ করে দিয়েছে পুলিশ। এখানেই সোমবার রাতে বেশ কয়েকটি মোটরবাইকে আগুন লাগায় বিক্ষোভকারীরা। এরপর সেই হিংসার আগুন ছড়িয়ে পড়ে মউ-এর বিভিন্ন জায়গায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় বাধ্য হয়ে লাঠি চার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।

English summary
Section 144 imposed in Mau of uttar pradesh as Anti-Citizenship Act protest ignites
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X