For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যায় জারি ১৪৪ ধারা! ১০ ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বলবত

অযোধ্যায় জারি ১৪৪ ধারা। উৎসবের মরশুম এবং অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে সুপ্রিম কোর্টের সম্ভাব্য রায়ের প্রেক্ষিতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যায় জারি ১৪৪ ধারা। উৎসবের মরশুম এবং অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে সুপ্রিম কোর্টের সম্ভাব্য রায়ের প্রেক্ষিতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অযোধ্যার জেলাশাসক অনুজ কুমার ঝা বলেছেন, ১৪৪ ধারা জারি করা হয়েছে। ৪ জনের বেশি মানুষ একসঙ্গে জমায়েত করতে পারবেন না। এই নির্দেশ বলবত থাকবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

অযোধ্যায় জারি ১৪৪ ধারা! ১০ ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বলবত

জেলাশাসক জানিয়েছেন, সামনে দিওয়ালি। তা ছাড়াও অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। সেইদেক খেয়াল রেখেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি শেষ হতে পারে ১৭ অক্টোবর। ১৮ নভেম্বর নাগাদ শীর্ষ আদালত তাদের রায় জানাতে পারে।

সোমবার ১৪ অক্টোবর অযোধ্যা নিয়ে শুনানি একেবারে শেষ পর্যায়ে পৌঁছতে পারে। কেননা দশেরার এক সপ্তাহ ছুটির পর সুপ্রিম কোর্টে অযোধ্যা নিয়ে শুনানি শুরু করবে। ৩৮ তম দিনের শুনানি হবে সোমবার।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ ৬ অগাস্ট শুনানি শুরু করেছিল। মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এই শুনানি শুরু করা হয়। তারপর থেকে প্রতিদিনই এই শুনানি চলছে। অযোধ্যা নিয়ে শুনানির শেষ দিন ধার্ষ করা হয়েছে ১৭ অক্টোবর।

২০১০-এর এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ১৪ টি আবেদন জমা পড়েছে। ২০১০-এর রায়ে এলাহবাদ হাইকোর্ট অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি সমান তিনভাগে ভাগ করে দেওয়ার কথা বলেচিল সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখাড়া এবং রাম লালার মধ্যে।

English summary
Section 144 imposed in Ayodhya on account of the festive season and probable decision of Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X