For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পদ্মাবত' নিয়ে এই এলাকায় জারি ১৪৪ ধারা, ফুঁসছে কার্নি সেনা

'পদ্মাবত' ছবির মুক্তি ২৫ জানুয়ারি। আর তার আগেই দেশের বিভিন্ন জায়গায় ছবি মুক্তির প্রতিবাদে তাণ্ডব চালাচ্ছে রাজপুত কার্নি সেনা।

  • |
Google Oneindia Bengali News

'পদ্মাবত' ছবির মুক্তি ২৫ জানুয়ারি। আর তার আগেই দেশের বিভিন্ন জায়গায় ছবি মুক্তির প্রতিবাদে তাণ্ডব চালাচ্ছে রাজপুত কার্নি সেনা। আমদাবাদের মল-এ কার্নি সেনার অগ্নি সংযোগের ঘটনার পর , এবার গুরগাঁওতে 'পদ্মাবত' মুক্তি ঘিরে জারি হল ১৪৪ ধারা। গুরগাঁওয়ের রাজপুত ও গুজ্জর জাতি অধ্যুষিত এলাকাতে , এরকমই পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। এদিকে, নিজেরেদের অবস্থানে যে তাঁরা এখনও অনড় তা আজ সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছে কার্নি সেনা।

'পদ্মাবত' নিয়ে এই এলাকায় জারি ১৪৪ ধারা, ফুঁসছে কার্নি সেনা

[আরও পড়ুন:পদ্মাবত মুক্তির আগেই জ্বলছে গুজরাত, চূড়ান্ত উত্তেজনা রাজস্থানে][আরও পড়ুন:পদ্মাবত মুক্তির আগেই জ্বলছে গুজরাত, চূড়ান্ত উত্তেজনা রাজস্থানে]

এর আগে, এই দুই জাতি অধ্যুষিত নানা গ্রামে একের পর এক পঞ্চায়েতে ঠিক করা হয় যে, বৃহস্পতিবার ছবি মুক্তি পেতে দেওয়া হবে না। এজন্য এলাকার সমস্ত সিনেমা হল গুলিতে এ নিয়ে শান্তিপূর্ণ আবদনও জানানো হয়েছে রাজপুত কার্নি সেনার তরফে। এছাড়াও ছবি মুক্তির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে রাজপুতদের তরফে বলে খবর। আর তার জেরেই ১৪৪ ধারা জারি করা হয়েছে গুরগাঁওয়ের বেশ কিছু এলেকায়।

গুরগাঁওয়ের বিভিন্ন এলাকা ধীরে ধীরে সরগরম হচ্ছে 'পদ্মাবত'-কে কেন্দ্র করে। বহু পাবলিক প্লেস-এ এইক'দিনে ক্রমাগত হামলা চালিয়েছে রাজপুত সম্প্রদায়ের প্রতিনিধিরা। এরপর কড়া হতে শুরু করে হরিয়ানা প্রশাসন। গোটা এলাকাজুড়ে প্রায় ৪০০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।

English summary
EVEN AS police presence was beefed up three days before the release of Sanjay Leela Bhansali’s Padmaavat and the District Magistrate imposed Section 144 in Gurgaon, several Rajput- and Gujjar-dominated villages Tuesday held panchayats and decided to stage demonstrations on Wednesday against screening of the film.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X