For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হার মানছেন কোভিড যোদ্ধারাও! করোনার দ্বিতীয় ঢেউয়ে এই রাজ্যগুলিতেই প্রাণ হারান সিংহভাগ চিকিৎসক

হার মানছেন কোভিড যোদ্ধারাও! করোনার দ্বিতীয় ঢেউয়ে এই রাজ্যগুলিতেই প্রাণ হারান সিংহভাগ চিকিৎসক

  • |
Google Oneindia Bengali News

প্রথম পর্বের থেকে আরও অনেক বেশি প্রাণঘাতী রূপে ফিরে এসেছে দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণ। সাধারণ মানুষ থেকে প্রভাবশালী রেহাই পাচ্ছেন না কেউই। রাজ্যে রাজ্যে প্রাণপাত করছেন প্রথমসারির কোভিড যোদ্ধারাও। কিন্তু গত কয়েকদিনে চিন্তা আরও কয়েকগুণ বাড়িয়ে বেশ কয়েকটি রাজ্যে বেড়েছে চিকিৎসক মৃত্যুর ঘটনা। যার জেরে আরও আতঙ্ক বেড়েছে আম-আদমির মধ্যেও।

হার মানছেন কোভিড যোদ্ধারাও! করোনার দ্বিতীয় ঢেউয়ে এই রাজ্যগুলিতেই প্রাণ হারান সিংহভাগ চিকিৎসক

সম্প্রতি এই বিষয়ে একটি পরিসংখ্যান সামনে এনেছে ইণ্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। আর তাতেই দেখা যাচ্ছে সবথেকে বেশি ক্ষতি হয়েছে বিহারে। দ্বিতীয় পর্বের করোনা কালে সেখানে এখনও পর্যন্ত করোনার ছোঁবলে প্রাণ হারিয়েছেন ৬৯ জন চিকিৎসক। তারপরেই রয়েছে উত্তরপ্রদেশ। সেথানে মারা গিয়েছেন ৩৪ জন চিকিৎসক। দিল্লিতে সংখ্যাটা ২৭।

আইএমএ-র পরিসংখ্যান বলছে দ্বিতীয় পর্বের করোনাকালে এখনও পর্যন্ত গোটা দেশে মোট ২৪৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার মধ্যে সবথেকে কনিষ্ঠ দিল্লির চিকিৎসক ডাঃ আনাস মিজাহিদ। অন্যদিকে তালিকায় রয়েছেন কলকাতার সবথেকে বয়ষ্ক চিকিৎসক ডাঃ অনিল কুমার রক্ষিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। অন্যদিকে অন্ধ্রপ্রদেশে মারা গিয়েছেন ২১ জন ডাক্তার, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রে যথাক্রমে ১৯ ও ১৩।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুইজেলায় করোনা সংক্রমণ ৫ লক্ষ! উদ্বেগ মৃতের সংখ্যায়কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুইজেলায় করোনা সংক্রমণ ৫ লক্ষ! উদ্বেগ মৃতের সংখ্যায়

এদিকে গত বছর মার্চে করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকে ডিসেম্বর পর্যন্ত গোটা দেশে মোট ৭৪৪ জন ডাক্তার মারা গিয়েছিলেন। এই বছর মাত্র চার মাসেই সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ২৪৪ জন।আর এই পরিসংখ্যান দেখে ওয়াকিবহাল মহলের স্পষ্ট ধারণা প্রথমসারির করোনা যোদ্ধাদের জন্যও অত্যন্ত ভয়ঙ্কর প্রমাণিত হচ্ছে এই দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণ।

English summary
second wave of corona killed doctors, 244 died so far
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X