For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে ছড়াচ্ছে করোনা ভাইরাস? কেরলে আক্রান্ত আরও এক ব্যক্তি

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন আরও এক ভারতীয়। আজ সকালে দ্বিতীয় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি পাওয়া যায়। এর তিন দিন আগেই কেরলে প্রথম করোনা আক্রান্ত হওয়ার খবর বেরিয়েছিল। দ্বিতীয় করোনা আক্রান্ত হওয়ার ঘটনাটিও কেরলের। এই খবরের সত্যতা স্বীকার করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তি এর আগে চিনে গিয়েছিলেন বেশ কয়েকবার। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছে ঋষিকেশের এক মহিলাকে।

স্থিতিশীল আছেন আক্রান্ত ব্যক্তি

স্থিতিশীল আছেন আক্রান্ত ব্যক্তি

কেরল সরকার তরফে জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে সবার থেকে আলাদা করে রাখা হয়েছে যাতে সংক্রমণ না ছড়ায়। রোগী এখন স্থিতিশীল আছে বলেও জানানো হয়েছে। তার উপর সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে। বিভিন্ন পরীক্ষাও চলছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়, 'কেরলে দ্বিতীয় করোনা ভাইরাসে আক্রান্তের খবর এসেছে। আক্রান্ত ব্যক্তি এর আগে চিনে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে আক্রান্ত ব্যক্তি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।'

তিন দিন আগে প্রথম করোনা ভাইরাসের কেস ধরা পড়ে

তিন দিন আগে প্রথম করোনা ভাইরাসের কেস ধরা পড়ে

এর আগে ৩০ জানুয়ারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেরলের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ছাত্রী। কয়েকদিন আগেই চিনের উহান থেকে কেরলে ফিরে আসেন কেকে শৈলজা নামের সেই ছাত্রী। চিনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের এই শহরেই শুরু হয় করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে।

চিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩০২ জনের মৃত্যু

চিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩০২ জনের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। শনিবার রাত পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৩০২ জন মারা গিয়েছেন বলে চিনের সরকারি সূত্রে জানানো হয়। এছাড়া আরও ১৪ হাজার জন এই ভাইরাসে আক্রান্ত বলেও জানা গিয়েছে। এরই মধ্যে কয়েকদিন আগে করোনা নিয়ে বিশ্বব্যপী সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনায় আক্রান্ত হয়ে মালায়শিয়ায় মৃত্যু হয় ভারতীয়র

করোনায় আক্রান্ত হয়ে মালায়শিয়ায় মৃত্যু হয় ভারতীয়র

এদিকে মালয়শিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ত্রিপুরার এক যুবক মারা গিয়েছেন বলে দাবি করে তাঁর পরিবার। তাদের দাবি, নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মালয়শিয়ার এক হাসপাতালে ভর্তি হয়েছিল মনির হুসেন নামক সেই যুবক। সেখানেই বুধবার তার মৃত্যু হয়। সংবাদ সংস্থা এএনআই-কে মৃতের দাদু আবদুল রহিমা জানান যে বুধবার সকালে মালয়শিয়া কর্তৃপক্ষ ফোন করে মনিরের মৃত্যু সংবাদ দেয় তাঁদের।

English summary
second report of corona virus reported in kerala as 302 died in china
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X