For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, মেঘালয়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শান্তিপূর্ণ

Google Oneindia Bengali News

মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, মেঘালয়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হল
নয়াদিল্লি, ৯ এপ্রিল: শান্তিতেই চলছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ভোটগ্রহণ হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের চার রাজ্যের ছয়টি আসনে। নাগাল্যান্ড এবং মণিপুরের একটি করে আসনে ভোট নেওয়া হচ্ছ। এছাড়াও অরুণাচল প্রদেশ ও মেঘালয়ের দুটি আসন ও মেঘালয়ের শিলং এবং তুরা আসনে ভোটগ্রহণ হচ্ছে আজ। উত্তরপূর্বের চার রাজ্য়ে মোট ৯,৩১১ টি ভোটকেন্দ্র ৫১ লক্ষ ভোটার মতদান করবেন।

দুপুর ৩ টে পর্যন্ত মেঘালয়ায় ভোট পড়েছে ৫৩ শতাংশ। আউটার মণিপুরে দুপুর ২টো পর্যন্ত ভোট পড়েছে ৫০ শতাংশের বেশি। ওই একই সময় পর্যন্ত নাগাল্যান্ডে ভোট পড়েছে ৬০ শতাংশেরও বেশি।

বুধবার সকাল সাতটা থেকে মণিপুর ও নাগাল্যান্ডের আসনে ভোট নেওয়া আরম্ভ হয়। অশান্তি ঠেকাতে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয় ভোটকেন্দ্রগুলিতে। প্রথমে মিজোরামেও এদিন ভোটগ্রহণের কথা থাকলেও বনধের জেরে তা পিছিয়ে ১১ এপ্রিল করা হয়েছে।

বর্তমানে মণিপুরে কংগ্রেস ক্ষমতায় রয়েছে। অন্যদিকে ডেমোক্রেটিক অ্যালায়েন্স অফ নাগা-র নেতৃত্বাধীন নাগা পিউপলস ফ্রন্ট রয়েছেন নাগাল্যান্ডের ক্ষমতায়। মণিপুরের বহিরাংশের ভোটগ্রহণ আজ হলেও ভিতরাংশরে ভোটগর্হণ হবে ১৭ এপ্রিল। মণিপুরে এবারের মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন একটি আসন থেকে।

কংগ্রেসের বর্তমান সাংসদ থাংসো বাইতেকেই আবারও এই কেন্দ্র থেকে দাঁড় করিয়েছে দল। অন্যদিকে বিজেপির তরফে গাংমুমেই কামেই এবং তৃণমূল কিম গাংতেকে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছেন। মণিপুরে ১৪০৬টি ভোটকেন্দ্র রয়েছে। এই কেন্দ্র মোট ভোটারের সংখ্যা ৯,১১,৬৯৯। এদের মধ্যে ৪,৬৩,০৬৮ জন মহিলা ভোটার রয়েছেন।

এদিকে নাগাল্যান্ডে মুখ্য়মন্ত্রী নেইফিও রিয়ো কংগ্রেস প্রার্থী কে ভি পুসার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। এই এলাকায় মোট ২,০৫৯টি ভোটকেন্দ্রে ১১,৮২,৯০৩ জন ভোটারা মতদানের অধিকার প্রয়োগ করবেন। অবাধে শান্তপূর্ণ ভোটের জন্য ৩৩টি আধা সামরিক বাহিনীর কোম্পানি মোতায়েন করা হয়েছে।

মেঘালয়ের তুরা কেন্দ্র থেকে পি এ সাংমা দাঁড়িয়েছেন। ১০ বারের মধ্যে ৮ বারই এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সাংমা। ১৯৭৭ থেকে ২০০৯ কংগ্রেস জিতেছিল। ২৭ বছর পুরনো কংগ্রেস প্রার্থী ড্যারেল উইলিয়াম চ মোমিনের সঙ্গে সাংমার লড়াই এবার।

এবারের লোকসভা ভোট ভারতের রাজনীতিক ইতিহাসে দীর্ঘতম। তৃতীয় এবং চতুর্থ দফার ভোট যথাক্রমে ১০ এপ্রিল এবং ১২ এপ্রিল। পরবর্তী পর্যায়গুলি হল যথাক্রমে ১৭ এপ্রিল, ২৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে এবং ১২ মে। ভোটগণনা ১৬ মে।

English summary
Second phase of Lok Sabha Election held peacefully
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X