পরিস্থিতি পর্যবেক্ষণ, শ্রীনগরে ফের একদল বিদেশের প্রতিনিধি, রয়েছে প্রতিবেশী দেশও
দেশের কোনও প্রতিনিধি দল শ্রীনগরে যাওয়ার সুযোগ না পেলেও, বিদেশি প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় দলটি ইতিমধ্যেই শ্রীনগরে পৌঁছে গিয়েছে। এই দলে ২৫ টি দেশের সদস্যরা রয়েছেন। জার্মানি, কানাডা, ফ্রান্স ও আফগানিস্তানের প্রতিনিধিরা রয়েছেন এই দলটিতে। দুদিনের সফরে প্রতিনিধিদলটি জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনা করবেন।

ফের বিদেশের প্রতিনিধি দল শ্রীনগরে
ফের বিদেশের প্রতিনিধিদের নিয়ে একটি দল শ্রীনগরে পৌঁছেছে। দলটিতে মূলত ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা রয়েছেন। রয়েছেন উপসাগরীয় কয়েকটি দেশের প্রতিনিধিরাও।

ইউরোপিয়ান ইউনিয়নে কাশ্মীর নিয়ে ভোটাভুটির সম্ভাবনা
ইউরোপিয়ান ইউনিয়নে কাশ্মীর নিয়ে ভোটাভুটির সম্ভাবনা রয়েছে। তার আগে সদস্য দেশগুলির শ্রীনগর সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ। ৩১ মার্চ থেকে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট ফের বসবে। সেই সময় কাশ্মীর আর সিএএ নিয়ে ভোটাভুটির সম্ভাবনা রয়েছে।

এর আগের দলে ছিল না ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি
এর আগে শ্রীনগর সফরে ছিলেন না ইউরোপিয়ান ইউনিয়নের কোনও প্রতিনিধি। সেই সময় তাঁদের আমন্ত্রণ জানানো হলেও, তাদের তরফে বলা হয়েছিল, নিজেদের মধ্যে আলোচনা করেই তাঁরা এব্যাপারে সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি একসঙ্গে তাঁরা কাশ্মীর সফর করবেন বলে জানিয়েছিলেন।

আগের দলে ছিলেন ২৩ ইউরোপিয়ান ইউনিয়ন এমপি
আগের বিদেশি প্রতিনিধিদলের শ্রীনগর সফরে ইউরোপিয়ান ইউনিয়নের কোনও প্রতিনিধি না থাকলেও সেই দলে ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের ২৩ জন এমপি।