For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বরফের চাদরে ঢেকেছে কাশ্মীর, বছরের শীতলতম দিন উপত্যকায়

  • |
Google Oneindia Bengali News

শ্রীনগর, ১৬ ডিসেম্বর : কলকাতা যখন ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেও তীর্থের কাকের মতো শীতের অপেক্ষায় দিন গুনছে, তখন বরফের চাদরে ঢেকেছে কাশ্মীর উপত্যকা। আবহাওয়া দফতরের হিসাব বলছে, এদিন বুধবার আপাতত বছরের শীতলতম দিন কাশ্মীরে। এবং যত দিন যাবে আরও নামবে তাপমাত্রার পারদ।

এদিন শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩.৭ ডিগ্রি সেলসিয়াস। রৌদ্রোজ্জ্বল আকাশ থাকায় এই তাপমাত্রা আগামী ৩৬ ঘণ্টায় আরও কয়েকধাপ নামবে। গুলমার্গে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি। এছাড়া লেহ ও লাদাখে তাপমাত্রা যথাক্রমে মাইনাস ১৩.৮ ও মাইনাস ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।

জম্মু শহরে তাপমাত্রা এখনও হিমাঙ্কের নিচে নামেনি। সেখানে তাপমাত্রা আপাতত ৬.৪ ডিগ্রি ও বৈষ্ণোদেবীতে তাপমাত্রা ৫.৪ ডিগ্রি। ফলে বোঝাই যাচ্ছে কি অবস্থা এখন উপত্যকায়। নিচের স্লাইডে চলুন দেখে নেওয়া যাক বরফাবৃত কাশ্মীরের চালচিত্র।

পুঞ্চ সেক্টর

পুঞ্চ সেক্টর

পুঞ্চ সেক্টর এভাবেই ঢেকেছে তুষারের চাদরে।

ডাল লেক

ডাল লেক

ডাল লেকের চারপাশ ঢেকে গিয়েছে বরফে। পিছনের জাবারওয়ান পর্বতও তুষারাবৃত।

অনন্তনাগ

অনন্তনাগ

কাশ্মীরের অনন্তনাগে বরফে ঢাকা রেললাইনের উপর দিয়েই কোনওমতে চলছে ট্রেন পরিষেবা।

ডালহৌসি

ডালহৌসি

ডালহৌসিতে তুষারপাতের পরে বরফের চাদরে ঢেকে গিয়েছে বাড়ির চাল।

পীর পাঞ্জাল

পীর পাঞ্জাল

পীর পাঞ্জালে এভাবেই তুষারপাতের মধ্য দিয়েই চলছে রোজনামচা।

পুরু বরফ

পুরু বরফ

সিআরপিএফের গাড়িও ঢাকা পড়েছে পুরু বরফের আস্তারণে।

খুশি পর্যটকেরা

খুশি পর্যটকেরা

গুলমার্গে তুষারপাতের পরে স্কি রিসর্টে খুশি মনে পর্যটকেরা।

বরফের চাঙর

বরফের চাঙর

এভাবেই প্রতিটি বাড়িতে ঝুলছে বরফের চাঙর।

চুটিয়ে চলছে পর্যটন

চুটিয়ে চলছে পর্যটন

চারিদিকে শুধু বরফ। আর তার মধ্যেই স্লেজিংয়ে মেতেছেন পর্যটকেরা।

কাশ্মীর নিয়ে আরও নানা প্রতিবেদন পড়ুন এখানে :

বরফ আর অ্যাডভেঞ্চার চাইলে এই শীতেই ঘুরে আসুন গুলমার্গবরফ আর অ্যাডভেঞ্চার চাইলে এই শীতেই ঘুরে আসুন গুলমার্গ

মোহময়ী কাশ্মীরের অসাধারণ সুন্দর কয়েকটি লেকমোহময়ী কাশ্মীরের অসাধারণ সুন্দর কয়েকটি লেক

'বজরঙ্গী ভাইজান'-এর আসল শ্যুটিং স্পটে যেতে পারেন আপনিও'বজরঙ্গী ভাইজান'-এর আসল শ্যুটিং স্পটে যেতে পারেন আপনিও

English summary
Season's coldest night in Srinagar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X