For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিখোঁজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামাই! ক্যাফে কফি ডে মালিকের খোঁজে জোর তল্লাশি

ক্যাফে কফি ডে-র প্রতিষ্ঠাতা এবং মালিক ভিজি সিদ্ধার্থের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ক্যাফে কফি ডে-র প্রতিষ্ঠাতা এবং মালিক ভিজি সিদ্ধার্থের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে। সোমবার বিকেল থেকে তিনি নিখোঁজ। সেই সময় থেকে দক্ষিণ কানাডা পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। ভিজি সিদ্ধার্থের অন্য এক পরিচয়ও আছে বটে। তিনি কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসএম কৃষ্ণের জামাই।

নদীর ওপর ব্রিজ থেকে নিখোঁজ

নদীর ওপর ব্রিজ থেকে নিখোঁজ

জানা গিয়েছে, ভিডি সিদ্ধান্থ শেষবার গাড়ি চালিয়ে গিয়েছেন মেঙ্গালুরুর নানাবতী নদীর ওপরের ব্রিজ দিয়ে। বেঙ্গালুরু থেকে যার দূরত্ব প্রায় ৩৭৫ কিমি। তিনি কারও সঙ্গে ফোনে কথা বলার সময় গাড়ি থেকেও নামেনও। তবে এর পরে তিনি আর ফিরে আসেননি। এরপরেই গাড়ির চালক পরিবারের সদস্যদের বিষয়টি জানান। বিষয়টি প্রশাসনকেও জানানো হয়।

 সম্পর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামাই

সম্পর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামাই

২০১৭ সালে প্রচারের আলোয় আসেন ভিজি সিদ্ধার্থ। ওই সময় তাঁর বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়েছিল আয়কর বিভাগ। সূত্রের খবর অনুযায়ী, ভিজি সিদ্ধার্থ ৬৫০ কোটি টাকা আয় গোপন করেছিলেন। ভিজি সিদ্ধার্থ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসএম কৃষ্ণের জামাই। বর্ষীয়ান রাজনীতিকের বড় মেয়ে মালবিকাকে তিনি বিয়ে করেন। তাঁদের দুই ছেলেও রয়েছে।

সংস্থার অংশিদারিত্ব বিক্রি নিয়ে ব্যস্ত ছিলেন

ভিজি সিদ্ধার্থের আদি বাড়ি কর্নাটকের চিকমাগালুরে। কফি চাষ করা পরিবারের তাঁর জন্ম। তিনি ১৯৯০-এর দশকের মধ্যবর্তী সময়ে বেঙ্গালুরুর ব্রিগেড রোডে কফি চেন খোলেন। বর্তমানের তাঁৎ চেনে কর্মী সংখ্যা সারা ভারতে প্রায় ১০ হাজার। বর্তমান সময়ে তাঁর নাম ফের সামনে আসে। তিনি তাঁর সংস্থা ক্যাফে কফিডেকে কোকা কোলার কাছে বিক্রির জন্য কথাবার্তা চালাচ্ছেন বলেই জানা গিয়েছে। এছাড়াও সফটঅয়্যার কম্পানি মাইন্ডট্রি-র অংশিদারিত্ব ৩০০ কোটি টাকার বিক্রি করে দেওয়ার ব্যাপারে মনস্থির করেছিলেন।

English summary
Search operation underway for son-in-law of former CM SM Krishna and founder-owner of Cafe Coffee Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X