For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীতি আয়োগের কর্মী করোনা পজিটিভ, সিল করা হল দিল্লির অফিস

নীতি আয়োগের কর্মী করোনা পজিটিভ, সিল করা হল দিল্লির অফিস

Google Oneindia Bengali News

করোনার থাবা এবার গিয়ে পড়ল কেন্দ্র সরকারের থিঙ্ক–ট্যাঙ্ক নীতি আয়োগের দফতরে। জানা গিয়েছে, নীতি আয়োগের এক কর্মীর রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। এরপরই মঙ্গলবার দিল্লির নীতি আয়োগ দফতরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

নীতি আয়োগের কর্মী করোনা পজিটিভ

নীতি আয়োগের কর্মী করোনা পজিটিভ

নাম প্রকাশে অনিচ্ছুক এক নীতি আয়োগের কর্মকর্তা বলেন, ‘‌স্বাস্থ্য মন্ত্রকের সমস্ত নির্দেশ অনুসরণ করেছে নীতি আয়োগ। দফতরটি বন্ধ করে দেওয়া হয়েছে। বহুতলটি স্যানিটাইজড করার পদ্ধতি চলছে।'‌ মঙ্গলবার সকাল ন'‌টার সময় ওই কর্মী তাঁর রিপোর্ট হাতে পান। তাঁকে কোয়ারান্টাইনে চলে যেতে বলা হয়েছে। এছাড়াও সরকারি নিয়ম মেনে নীতি আয়োগের দফতর ২-৩দিন বন্ধ করে রাখা হবে। প্রসঙ্গত, মহামারি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার গঠিত ১১টি ক্ষমতায়িত কয়েকটি দলকে নেতৃত্ব দেওয়ার কাজ এই নীতি আয়োগকে দেওয়া হয়েছে।

বন্ধ রাখা হয় অসামরিক বিমান পরিবহন দফতরও

বন্ধ রাখা হয় অসামরিক বিমান পরিবহন দফতরও

গত ২২ এপ্রিল দিল্লির জোরবাগে রাজীব গান্ধী ভবনে অবস্থিত অসামরিক বিমান পরিবহনের সদর দফতর বন্ধ করে দেওয়ার নির্দেশ আসে। এই মন্ত্রকের এক কর্মীর রিপোর্টেও করোনা পজিটিভ পাওয়া যায়। অসামরিক বিমান মন্ত্রকের কর্মী কেন্দ্র সরকারের প্রথম কোভিড রোগী বলে জানা গিয়েছে। সোমবার এই দফতরটি পুনরায় খোলা হয়। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরি সোমবার টুইট করে বলেন, ‘‌রাজীব গান্ধী ভবনে অবস্থিত অসামরিক বিমান পরিবহনের দফতরটি স্যানিটাইজড করা হয়েছে, এটি এখন নিরাপদ তাই পুনরায় খোলা হয়েছে। ২১ এপ্রিল আমাদেরই এক কর্মীর দেহে করোনা দেখা দেওয়ায় এই দফতরটি বন্ধ রাখা হয়েছিল। নির্মাণ ভবন ও উদ্যোগ ভবন থেকে আমি আমার কাজ করার পর ফের এই দফতরে এসেছি।'‌

সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক

সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী জাতীয় লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বেড়ে যাওয়ার পর সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের সব মন্ত্রী ও আধিকারিক-কর্মীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নতুন নির্দেশিকা অনুসারে সহ সচিব স্তর পর্যন্ত সব আধিকারিকের ১০০ শতাংশ উপস্থিতি ও জুনিয়র কর্মীদের ৩৩ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক।

লকডাউনের জের, সদ্যজাতদের প্রতিষেধক দিতে দেরি হওয়ায় বাড়ছে উদ্বেগলকডাউনের জের, সদ্যজাতদের প্রতিষেধক দিতে দেরি হওয়ায় বাড়ছে উদ্বেগ

English summary
sealed delhis niti aayog office after employee infected corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X