For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজপেয়ীর শ্রদ্ধায় আপত্তি, বিরোধী কাউন্সিলরকে মার বিজেপি-র, দেখুন ভিডিও

দেশ যেদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছে, ঠিক সেই দিন এই শ্রদ্ধা জানানো নিয়ে ধুন্ধুমার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ পুরসভায়।

  • |
Google Oneindia Bengali News

দেশ যেদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছে, ঠিক সেই দিন এই শ্রদ্ধা জানানো নিয়ে ধুন্ধুমার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ পুরসভায়। বিজেপি ও এআইএমআইএম কাউন্সিলরদের মধ্যে হাতহাতি বেধে যায়।

বাজপেয়ীকে শ্রদ্ধা নিয়ে ধুন্ধুমার ঔরঙ্গাবাদে! বিজেপি-এআইএমআইএম কাউন্সিলরদের মারামারি দেখুন ভিডিও

দিল্লিতে যখন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শেষযাত্রার প্রস্তুতি চলছে, ঠিক তখনই মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ পুরসভায় ধুন্ধুমার। বিজেপি কাউন্সিলররা বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তাব আনেন। বিরোধিতা করেন এআইএমআইএম কাউন্সিলররা। এই সময় দুপক্ষের হাতাহাতি বেধে যায়। বিজেপি কাউন্সিলররা এআইএমআইএম কাউন্সিলরদের ওপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ।

যদিও এআইএমআইএম-এর তরফ থেকে বলা হয়েছে, বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তাবের বিরোধিতা করা তাদের দলের লক্ষ্য ছিল না। তবে তারা অভিযুক্ত বিজেপি কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

এদিন পুরসভার অভিবেশন বসার পরেই বিজেপি কাউন্সিলর রাহুল বৈদ্য বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রস্তাব আনেন। সেই সময় এই প্রস্তাবের বিরোধিতা করেন এআইএমআইএম কাউন্সিলর সৈয়দ মতিন।

এই দেখে বেশ কয়েকজন মহিলা কাউন্সিলর-সহ বিজেপির ১০ থেকে ১২ জন কাউন্সিলর এআইএমআইএম কাউন্সিলর সৈয়দ মতিনকে আসন থেকে টেনে তোলেন। তাঁকে চড়-ঘুষি মারা হয় বলে অভিযোগ। এই সময় মেঝেতে পড়ে যান ওই কাউন্সিলর।

এআইএমআইএম-এর অন্য কাউন্সিলররা মতিনকে বাঁচানোর চেষ্টা করেন। পুরসভার নিরাপত্তা রক্ষীরা ছুটে যান। মতিনকে উদ্ধার করে পরে হাসপাতালে পাঠানো হয়।

এরপরেই পুরসভার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। খরব ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ এআইএমআইএম সমর্থকরা স্থানীয় বিজেপি নেতা বাবুরাও দেশমুখের গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়। আহত হন ওই গাড়ির চালক।

ঘটনার জেরে বিজেপি কাউন্সিলররা মেয়রের কাছে অভিযুক্ত এআইএমআইএম কাউন্সিলরকে দেশবিরোধী বলে অভিযুক্ত করে সাসপেন্ডের দাবি করেন। অন্যদিকে, প্রহৃত কাউন্সিলর মেয়রের কাছে বিজেপি কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।

মতিন দাবি করেছেন, গণতান্ত্রিক উপায়ে তিনি প্রস্তাবের বিরোধিতা করেছিলেন। কিন্তু কাউন্সিলররা বদলা হিসেবে তার ওপর হামলা চালিয়েছেন।

এআইএমআইএম বিধায়ক ইমতিয়াজ জলিলের নেতৃত্বে ঔরঙ্গাবাদ পুরসভার ২৫ জন কাউন্সিলর পরে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিধায়ক জানিয়েছেন, তাদের কাউন্সিলরের বিরোধিতা নিজেস্ব ছিল। সেটা তাদের সরকারি বিরোধিতা নয়। সেই জন্য অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হবে বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে কাউন্সিলরের ওপর হামলার বিরোধিতাও করেছেন তিনি।

অন্যদিকে ঔরঙ্গাবাদ পূর্বের বিজেপি বিধায়ক অতুল সাভের নেতৃত্বে মেয়র শিবসেনার নন্দকুমার ঘোদেলে শহরের পুলিশ প্রধানের সঙ্গে দেখা করে অভিযুক্তে এআইএমআইএম কাউন্সিলরের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের করেছেন।

English summary
Scuffle between members of BJP & AIMIM in Maharashtra's Aurangabad on Vajpayee's condolence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X