For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন ধাপে করোনার উপসর্গ মানব শরীরে, নজরবন্দি বিজ্ঞানীদের গবেষণায়

গবেষকরা দেখেছেন কীভাবে কোভিড-১৯ মানুষের শরীরে হানা দেয়। উপসর্গগুলি যেভাবে হানা দেয় তা হল, জ্বর, কাশি, পেশির ব্যথা, বমি কিংবা বমির ভাব এবং ডায়ারিয়া। একদিকে উপসর্গ দেখে রোগীরা নিজেদের যত্ন নিতে শুরু ক

  • |
Google Oneindia Bengali News

গবেষকরা দেখেছেন কীভাবে কোভিড-১৯ মানুষের শরীরে হানা দেয়। উপসর্গগুলি যেভাবে হানা দেয় তা হল, জ্বর, কাশি, পেশির ব্যথা, বমি কিংবা বমির ভাব এবং ডায়ারিয়া। একদিকে উপসর্গ দেখে রোগীরা নিজেদের যত্ন নিতে শুরু করেন। অন্যদিকে নিজেরাই নিজেদের আলাদা করে নিতে পারেন।

বাড়ছে সুস্থতার হার! করোনায় আক্রান্ত ও মৃত্যুতে সবার আগে ঊঃ ২৪ পরগনা, জেনে নিন আপনার জেলার অবস্থাবাড়ছে সুস্থতার হার! করোনায় আক্রান্ত ও মৃত্যুতে সবার আগে ঊঃ ২৪ পরগনা, জেনে নিন আপনার জেলার অবস্থা

উপসর্গ সাহায্য করেছে চিকিৎসকদেরও

উপসর্গ সাহায্য করেছে চিকিৎসকদেরও

ফ্রন্টিয়ার্স ইন পাবলিক হেলথ-এ প্রকাশিত তথ্য অনুয়ায়ী, রোগীর উপসর্গ চিকিৎসকদেরও সাহায্য করছে। তারা ঠিক করে নিতে পারছেন, কীভাবে চিকিৎসা শুরু করবেন। কিংবা কত আগে রোগে হস্তক্ষেপ করবেন।

উপসর্গের ক্রমবিন্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা

উপসর্গের ক্রমবিন্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা

পাশাপাশি অন্য ফ্লু থেকে কোভিড-১৯ সংক্রমণকেও আলাদা করা সম্ভব হচ্ছে উপসর্গ দেখেই। ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষণাতেও একই তথ্য উঠে এসেছে। গবেষকরা জানিয়েছেন, রোগ নির্নয়ে উপসর্গের ক্রমবিন্যাসও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে।

কোভিড চিকিৎসায় আরও ভাল পদ্ধতি

কোভিড চিকিৎসায় আরও ভাল পদ্ধতি

অপর একটি গবেষণাতেও দেখা গিয়েছে, আগের থেকে করোনায় চিকিৎসার পদ্ধতিও ভাল হয়েছে। রোগীকে সহজেই সনাক্ত করা যাচ্ছে। পাশাপাশি হাসপাতালে থাকার সময়ও কমানো যাচ্ছে।

যেভাবে মার্স ও সার্স থেকে কোভিড-১৯ আলাদা

যেভাবে মার্স ও সার্স থেকে কোভিড-১৯ আলাদা

অন্য শ্বাসযন্ত্রের অসুস্থতাতেও জ্বর ও শ্বাসকষ্ট হতে পারে। যার মধ্যে রয়েছে, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম( মার্স) এবং সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম(সার্স)। কিন্তু আপার ও লোয়ার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে সময় এবং উপসর্গ হওয়ার নিরিখে তাকে সহজেই মার্স ও সার্স থেকে আলাদা করা যায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, আপার জিআই ট্র্যাক্ট সংক্রমণ( বমি বমি ভাব কিংবা বমি) লোয়ার ডিআই ট্র্যাক্টে সংক্রমণের (ডায়ারিয়া) আগেই হয়ে থাকে। যা কিনা মার্স ও সাস্র থেকে আলাদা।

English summary
Scientists shows steps of Covid-19 appears in Human beings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X