For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এপ্রিলেই ভারতে শিখরে উঠবে করোনা সংক্রমণের গ্রাফ! আশঙ্কা বিজ্ঞানীদের

Google Oneindia Bengali News

আবারও ফিরে আসছে সেই পুরনো ছবি৷ রোজই নিজের রেকর্ড নিজে ভাঙছে করোনাভাইরাস৷ গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ৮১,৪৬৬ জন৷ গত ৬ মাসে এটাই সর্বাধিক দৈনিক সংক্রমণ৷ এর আগে, গত বছর ১১ অক্টোবর দেশে করোনার কবলে পড়েছিলেন ৭৪,৩৮৩ জন৷ এই অবস্থায় বিজ্ঞানীদের আশঙ্কা যে এপ্রিলের মাঝামাঝিতে এসে করোনা সংক্রমণের গ্রাফ শিখরে উঠতে পারে।

অঙ্ক কষে বিজ্ঞানীদের আশঙ্কা

অঙ্ক কষে বিজ্ঞানীদের আশঙ্কা

অঙ্ক কষে বিজ্ঞানীদের আশঙ্কা, এপ্রিলের মাঝামাঝিতে এসে করোনা সংক্রমণের গ্রাফ শিখরে উঠতে পারে ভারতে। আইআইটি কানপুরের এক বিজ্ঞানী 'সূত্র' মডেল অবল্মবন করে এই অঙ্ক কষেছেন। তিনি আরও দাবি করেন করোনার গ্রাফ হুহু করে নিচেও নামবে ভারতে। মে মাসের মধ্যে ফের ভারতে করোনা সংক্রমণের দৈনিক সংখ্যা নিম্নমুখী হবে।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১.২৩ কোটি

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১.২৩ কোটি

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে যে, নয়া সংক্রমণে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১.২৩ কোটি৷ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪৬৯ জনের৷ এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয় ১,৬৩,৩৯৬ জন৷ দেশে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬,১৪,৬৯৬৷ করোনা রোগীর সংখ্যা ক্রমে বাড়ছে মহারাষ্ট্র, ছত্তিসগড়, কর্নাটক, পাঞ্জাব, কেরালা, তামিলনাড়ু, গুজরাত ও মধ্যপ্রদেশে৷

চলছে করোনা টিকাকরণ

চলছে করোনা টিকাকরণ

এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে ৬,৮৭,৮৯,১৩৮ জনের৷ ১ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হয়েছে তৃতীয় ধাপের কোভিড টিকাকরণ৷ এই দফায় ৪৫ বছরের উপরে সবার টিকাকরণ করা হবে৷ পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আশ্বাস দিয়েছেন যে, টিকার সরবরাহ যথেষ্ট রয়েছে, কোনও ঘাটতি নেই৷ প্রথম দফায় স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের টিকাকরণের পর গত ১ মার্চ থেকে দেশজুড়ে শুরু হয়েছিল দ্বিতীয় দফার কোভিড টিকাকরণ৷ এই দফায় ষাটোর্ধ্ব নাগরিকদের এবং ৪৫ বছরের উপরে যাঁদের কোমর্বিডিটিজ রয়েছে, তাঁদের টিকাকরণ করানো হয়৷

English summary
Scientists predicted using mathematical model, COVID-19 in India could peak by mid-April
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X