For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত মহাসাগরের অতিকায় টেকটোনিক প্লেটে ফাটল, ভায়বহ বিপর্যয়ের আশঙ্কা বিজ্ঞানীদের

ভারত মহাসাগরের অতিকায় টেকটোনিক প্লেটে ফাটল, ভায়বহ বিপর্যয়ের আশঙ্কা বিজ্ঞানীদের

  • |
Google Oneindia Bengali News

ভারত মহাসাগরের অন্তর্গত অতিকায় টেকটোনিক প্লেটে ফাটল লক্ষ্য করছেন বিজ্ঞানীরা। সম্প্রতী একটি গবেষণায় এই তথ্য প্রকাশিত হয়েছে। এর ফলে অদূর ভবিষ্যতে বিশালাকার ভূমিকম্প ও জলোচ্ছাসের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। সূত্রের খবর, লাইভ সায়েন্স জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ভারত-অস্ট্রেলিয়া-কেপ্রিকন টেকটোনিক প্লেট নামে পরিচিত একটি বিশালাকার টেকটোনিক প্লেটে চিড় লক্ষ্য করা যাচ্ছে।

ভারত মহাসাগরের অতিকায় টেকটোনিক প্লেটে ফাটল, ভায়বহ বিপর্যয়ের আশঙ্কা বিজ্ঞানীদের


এরফলে বর্তমানে অত্যন্ত ধীর গতিতে প্লেটটি দুটি ভাগে বিভক্ত হতে শুরু করেছে। মহাদেশীয় ও সামুদ্রিক পৃষ্ঠের যেসব খণ্ড ম্যান্টেলের ওপর পৃথকভাবে সঞ্চরণশীল অবস্থায় থাকে তার প্রতিটাকেই টেকটোনিক প্লেট বলা হয়। গবেষকরা জানাচ্ছেন পূর্ববর্তী অবস্থান থেকে টেকটোনিক প্লেট গুলি একটু এদিক-ওদিক হলেই যে কোনও মহূর্তে ঘটে যেতে পারে ভয়াবহ ভূমিকম্প। লাইভ সায়েন্সর ওয়েবসাইটে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, বর্তমানে ভারত-অস্ট্রেলিয়ার মকরাঞ্চলের ওই প্লেটটি প্রতি বছর ০.০৬ মিলিমিটার হারে অন্য দিকে সড়ে যাচ্ছে। যার ফলেই বর্তমানে কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে বিজ্ঞানীদের।

এদিকে প্রায় ৮ বছর আগে ভারত মহাসাগরে পরপর দুটি ভূমিকম্প হয়েছিল বলে জানা যায়। তখন থেকেই বিজ্ঞানীরা মহাসাগরের তলদেশে বেশ কিছু পরিবর্তন আঁচ করতে থাকেন। বর্তমানে প্লেটটি যে গতিতে সরছে তাতে এক মাইল বিভাজন তৈরি হতে ১০ লক্ষ বছর সময় লাগার কথা। কিন্তু এতে নিশ্চিন্ত হতে পারছেন না গবেষকরা। জলের নীচে থাকায় প্লেটের গতিপ্রকৃতিও বিচ্যুতি সম্পূর্ণ বোঝা যাচ্ছে না বলে তাদের মত। সূত্রের খবর, এর জেরে তবে সাম্প্রতিক ভবিষ্যতে বড়সড় বিপদ না হলেও ২০ হাজার বছর বাদে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে পৃথিবী।

কাশ্মীরে আটক পাকিস্তানের গুপ্তচর পায়রে! মিলল 'কোডেড বার্তা', তদন্তে সেনাকাশ্মীরে আটক পাকিস্তানের গুপ্তচর পায়রে! মিলল 'কোডেড বার্তা', তদন্তে সেনা

English summary
Cracks in the giant tectonic plate of the Indian Ocean
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X