For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মোদী ওয়েভ' মাধ্যাকর্ষণ তরঙ্গের নতুন নাম হবে! আইনস্টাইন-নিউটন প্রসঙ্গ তুলে নয়া দাবি বিজ্ঞানীর

১০৬ ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস আয়োজিত হয় গত শুক্রবার। আর সেখানেই উঠে আসে মাধ্যাকর্ষণ শক্তিকে নিয়ে এক নয়া তত্ত্ব। নামী বিজ্ঞানী কন্নন জগথলা কৃষ্ণাণের দাবি আইনস্টাইন আর আইস্যাক নিউটন ভুল ছিলেন।

  • |
Google Oneindia Bengali News

১০৬ তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস আয়োজিত হয় গত শুক্রবার। আর সেখানেই উঠে আসে মাধ্যাকর্ষণ শক্তিকে নিয়ে এক নয়া তত্ত্ব। নামী বিজ্ঞানী কন্নন জগথলা কৃষ্ণাণের দাবি আইনস্টাইন আর আইস্যাক নিউটন ভুল ছিলেন। মাধ্যাকর্ষণ তরঙ্গের নতুন নাম হতে চলেছে 'মোদী ওয়েভ'।

মোদী ওয়েভ মাধ্যাকর্ষণ তরঙ্গের নতুন নাম হবে! আইনস্টাইন-নিউটন প্রসঙ্গ তুলে নয়া দাবি বিজ্ঞানীর

তামিলনাড়ুর ওয়ার্ল্ড কমিউনিটি সার্ভিস সেন্টারের সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট কৃষ্ণাণের দাবি, বর্তমান পদার্থবিদ্যার সূত্রগুলি একদিন সম্পূর্ণভাবে মুছে যাবে। পদার্থ বিদ্যা নিয়ে আসতে চলেছে নতুন তত্ত্ব। ২১ শতকে নতুন পদার্থবিদ্যার মডেলের জন্ম হবে। সেটার নাম হবে 'বেল্লারিথি মডেল অফ ইউনিভার্স' তাঁর দাবি, অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন জিনিয়াস তবে তিনি একটি 'ভুল' করে ফেলেছিলেন। তাঁর আরও দাবি আইনস্টাইনের E=MC2 তত্ত্বও ভুল। শুধু তাই নয়, বিজ্ঞানী স্টিফেন হকিংসও নিজের গবষেণায় ভুল করেছেন বলে দাবি কৃষ্ণাণের।

কৃষ্ণাণের দাবি, তিনি নিজে বিজ্ঞানচর্চার ক্ষেত্রে যে থিওরি তৈরি করেছেন তা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখিয়েছেন। ২০১৫ সালেই তিনি এটি নিয়ে নরেন্দ্র মোদীকে প্রথম চিঠি লেখেন। উল্লেখ্য, কৃ্ষ্ণানের দাবি মাধ্যাকর্ষণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ধারণা রয়েছে তা পরিবর্তন হতে চলেছে। বিজ্ঞানীর দাবি মাধ্যাকর্ষণ তরঙ্গের অপর নাম হতে চলেছে 'মোদাী ওয়েভ' আর মাধ্যাকর্ষণ 'লেন্সিং এফেক্ট' এর অপর নাম হতে চলেছে 'হর্ষবর্ধন এফেক্ট'।

English summary
A scientist at the 106th Indian Science Congress on Friday stunned the audience with his audacious claims regarding modern physics and famous physicists including Albert Einstein and Isaac Newton.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X