For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার উর্ধ্বগামী গ্রাফ, বন্ধ স্কুল–বিয়েতে অতিথি ৫০, পুনেতে জারি কড়া নিষেধাজ্ঞা

করোনার উর্ধ্বগামী গ্রাফ, বন্ধ স্কুল–বিয়েতে অতিথি ৫০, পুনেতে জারি কড়া নিষেধাজ্ঞা

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের পুনেতে করোনা ভাইরাস কেসের উর্ধ্বমুখি গ্রাফ ফের সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুনের প্রশাসন শুক্রবার কিছু নির্দিষ্ট নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই রাত ১০ট থেকে ভোর ৬টা পর্যন্ত রাত্রীকালীন কার্ফু জারি র‌য়েছে পুনেতে।

উচ্চ–পর্যায়ের বৈঠক

উচ্চ–পর্যায়ের বৈঠক

উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সভাপতিত্বে উচ্চ-পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ৩১ মার্চ পর্যন্ত পুনেতে বন্ধ থাকবে স্কুল। তবে কবে স্কুল খুলবে বা খুলবে না তার সিদ্ধান্ত পরিস্থিতির ওপর বিবেচনা করে নেওয়া হবে। সরকারিভাবে যদিও বলা হয়েছে যে পুনে শহরে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়নি।

 কি কি নিষেধাজ্ঞা জারি

কি কি নিষেধাজ্ঞা জারি

শপিং মল, হোটেল ও সিনেমা হল রাত ১০টি পর্যন্ত খোলা রাখা যাবে। তবে হোম ডেলিভারি রাত ১১টা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। একটা সময়ে স্টলে পাঁচজনের বেশি মানুষ থাকবে না। এছাড়াও বিয়ের মতো অনুষ্ঠানে অতিথি সংখ্যা ৫০ জনের বেশি নয় বলে সরকারিভাবে জানানো হয়েছে। এ ধরনের অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতি বাধ্যতামূলক। সন্ধ্যার সময় পুনে শহরের সব বাগান বন্ধ রাখা হবে।

পুনের পরিস্থিতি

পুনের পরিস্থিতি

বৃহস্পতিবারও পুনেতে ২,৮৪০টির বে‌শি করোনা কেস ধরা পড়ে, যা মোট করোনা সংক্রমে সংখ্যা বাড়িয়ে ৪,২৮,৩৪৪-এ নিয়ে গিয়েছে। এদিন ১৫ জন করোনায় মৃত্যুর পর মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৯,৩৫৬-তে। তবে বৃহস্পতিবার করোনায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৭৫ জন রোগী।

 নতুন করে ৮১৫টি কেস

নতুন করে ৮১৫টি কেস

অন্যদিকে পুনের প্রতিবেশি ইন্ডাস্ট্রিয়াল শহর পিম্প্ররি চিঞ্চওয়াডে নতুন করে ৮১৫ টি করোনা কেসের রিপোর্ট হয়েছে। এখানে এই নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা ১,১১,৫১৫ জন।

শুরুর আগেই খেলা শেষ! ডিভিশন বেঞ্চের নির্দেশে ভোটে লড়াইয়ে ছিটকে গেলেন তৃণমূলের উজ্জ্বলশুরুর আগেই খেলা শেষ! ডিভিশন বেঞ্চের নির্দেশে ভোটে লড়াইয়ে ছিটকে গেলেন তৃণমূলের উজ্জ্বল

English summary
Due to the increase in coronavirus cases in Pune, Maharashtra, certain restrictions are impose
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X