For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু, ক্ষতির আশঙ্কায় বন্ধ স্কুল কলেজ

Array

Google Oneindia Bengali News

তামিলনাড়ুতে নাগাড়ে বৃষ্টি হচ্ছে। রাজ্য সরকার চেন্নাই সহ ২৬ জেলার স্কুল কলেজে ছুটি ঘোষনা করে দিয়েছে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেয় হাওয়া অফিস। এর পরেই এই সিদ্ধান্ত নেয় প্রশাসন।

কী বলছে আবহাওয়া অফিস?

কী বলছে আবহাওয়া অফিস?

আইএমডি বলেছে যে চেন্নাই ও তার আশেপাশের জেলায় এমন বৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে কুড্ডালর, মাইলাদুদথুরাই, তাঞ্জাভুর, থিরুভারুর, নাগাপাট্টিনাম এবং করাইকলে। এখানে আগামী ২৪ ঘণ্টায় এমন ভারী থেকে অত ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে দিল্লির মৌসোম ভবন ও স্থানীয় আবহাওয়া দফতর। শনিবার থেকেই এই বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। তা আগামী দিনে আরও বাড়বে বলে জানা যাচ্ছে। তার ফলেই বড় কোনও ক্ষতির আশঙ্কায় স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

 ১৩ তারিখেও ভারী থেকে অতিভারী বৃষ্টি

১৩ তারিখেও ভারী থেকে অতিভারী বৃষ্টি

তামিলনাড়ু ও পুদুচেরির কিছু কিছু অঞ্চলে আবার আগামী ১৩ তারিখেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে যে, "একটি নিম্নচাপ রয়েছে যেটি অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। এটি শ্রীলঙ্কার উত্তর পূর্ব দিক হয়ে বিস্তৃত হয়ে রয়েছে তামিলনাড়ুর উপকূল পর্যন্ত। এর সঙ্গে রয়েছে আবার একটি ঘূর্ণাবর্ত। সবে মিলিয়ে এই নাগাড়ে বৃষ্টি ক্রমে ভয়ঙ্কর আকার ধারন করেছে বৃষ্টি। ঘূর্ণাবর্ত আবার বাতাসের উপরের ট্রপোস্ফিয়ারিক অঞ্চল পর্যন্ত বিস্তৃত আছে।

 ঘূর্ণাবর্ত

ঘূর্ণাবর্ত

জানা যাচ্ছে এরপর এই ঘূর্ণাবর্ত তা ক্রমে এগিয়ে জানে তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলের একদম গায়ে। ১২ নভেম্বর সকাল পর্যন্ত সেটি অঞ্চলেই অবস্থান করবার কথা। হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার। দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটার। দক্ষিণ অন্ধ্র , তামিলনাড়ু, পুদুচেরি এবং শ্রীলঙ্কার উপকূল , মান্নার গালফ অঞ্চল এবং কমোরিন অঞ্চল পর্যন্ত এমন পরিস্থিতি জারি থাকবে বলে জানা গিয়েছে।

তুরুভাল্লুর জেলা প্রশাসন জানিয়েছে যে, কান্নাকোট্টাই থেরভয় কান্ডীগাই রিজার্ভার একদম পুরোপুরি ভরতি হয়ে গিয়েছে। জল উঠে গিয়েছে ৩৬.৬১ ফুটে। ১৩০ কিউসেক জল সেখানে ভরে গিয়েছে ।

উবুচুবু সমস্ত বাঁধ

উবুচুবু সমস্ত বাঁধ

পুজল বাঁধ জল ধারনের ক্ষমতা ১০০ কিউসেক। তা বৃষ্টির জলে ভরতি হয়ে ৫০০ কিউসেকে পৌঁছে গিয়েছে। এমন ভাবে অনেক ড্যামেরও অবস্থা এমন। যে কোনও মুহূর্তে তা বন্যা পরিস্থিতি তৈরি করে দিতে পারে। বলা যেতে পারে যে ফিরতি বর্ষায় বিপর্যস্ত দক্ষিণ ভারতের সমস্ত জেলা ও রাজ্য।

English summary
for rain school college shut down in tamilnadu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X