For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাত দাঙ্গায় মোদীকে ক্লিনচিট দেওয়ার মামলা, শুনানির জন্য দিন নির্দিষ্ট করল সুপ্রিম কোর্ট

২০০২ সালের গুজরাত দাঙ্গার তদন্তে গঠিত সিট তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রীকে ক্লিন চিট দিয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

২০০২ সালের গুজরাত দাঙ্গার তদন্তে গঠিত সিট তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রীকে ক্লিন চিট দিয়েছিল। তারই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সেই দাঙ্গায় নিহত প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি। বেশ কয়েকবার স্থগিতাদের দেওয়ার পর মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে ১৪ এপ্রিল বিষয়টি নিয়ে শুনানি হবে।

মোদীকে ক্লিনচিটের বিরুদ্ধে শুনানি

মোদীকে ক্লিনচিটের বিরুদ্ধে শুনানি

বিচারপতি এএম খানউইলকার এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বেঞ্চকে এই শুনানির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও জাকিয়া জাফরির আইনজীবী আবেদনে বলেছিলেন দোলের পরে শুনানির দিন ধার্ষ করা হোক। আদালতে মামলার গুরুত্ব নিয়ে জাকিয়া জাফরির আইনজীবী অপর্না ভাট মন্তব্য করায় বিচারপতিরা বলেছিলেন এই মামলায় বহুবার স্থগিতাদেশ দেওয়া হয়েছে। যাই হোক না কেন কোনও না কোনও দিন এই মামলার শুনানি হবে।

আবেদনকারীর আইনজীবী এর আগে সর্বোচ্চ আদালতে বলেছিলেন, ২০০২-এর ২৭ ফেব্রুয়ারি থেকে ২০০২-এর মে পর্যন্ত বৃহত্তর ষড়যন্ত্রের জন্য নোটিশ দেওয়া হোক।

গুজরাত দাঙ্গা

গুজরাত দাঙ্গা

২৭ ফেব্রুয়ারি, ২০০২-এ সবরমতী এক্সপ্রেসের এস-সিক্স-এ আগুন লাগানো হয়। যার জেরে গোধরায় পুড়ে মৃত্যু হয় ৫৯ জনের। এরপর ২৮ ফেব্রুয়ারি গুলবর্গা সোসাইটিতে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয় ৬৮ বছরের প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির।

সিটের ক্লিনচিট মোদীকে

সিটের ক্লিনচিট মোদীকে

২০১২-র ৮ ফেব্রুয়ারি সিট তদন্তের রিপোর্ট জমা দিয়ে মোদীকে ক্লিনচিট দেয়। একইসঙ্গে অন্য ৬৩ জনকে ক্লিনচিট দেওয়া হয়েছিল।

সুপ্রিম কোর্টে আবেদন জাকিয়া জাফরির

সুপ্রিম কোর্টে আবেদন জাকিয়া জাফরির

সিটের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন ২০১৭-র ৫ অক্টোবর গুজরাত হাইকোর্ট খারিজ করে দিয়েছিল। এরই বিরুদ্ধে ২০১৮-তে সুপ্রিম কোর্টে আবেদন করেন জাকিয়া জাফরি।

English summary
SC will hear the plea of Zakia Jafri on SIT's clean chit to Modi on Gujarat riot on 14 April
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X